SubrataMukherjee: কেওড়াতলা মহা শ্মশানে গান স্যালুটে শেষ বিদায় সুব্রত মুখোপাধ্যায়কে - Bangla Hunt

SubrataMukherjee: কেওড়াতলা মহা শ্মশানে গান স্যালুটে শেষ বিদায় সুব্রত মুখোপাধ্যায়কে

By Bangla Hunt Desk - November 05, 2021

বঙ্গ রাজনীতিতে ৫ দশকের বর্ণময় জীবনের অবসান। চোখের জলে, গান স্যালুটে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে চিরবিদায়। কেওড়াতলা শ্মশানে শেষশ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার রাতে এসএসকেএম হাসপাতাল থেকে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির মৃত্যু সংবাদ পাওয়ার পরেই শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্রভবনে এসে উপস্থিত হয় প্রয়াত মন্ত্রীর মৃতদেহ। এরপরই একে একে বিধানসভা, বালিগঞ্জে নিজের বাড়ি ও একডালিয়া এভারগ্রিন হয়ে সর্বশেষ ঠিকানা কেওড়াতলা শ্মশানে আসলেন প্রাক্তন কংগ্রেস নেতা। বর্ষীয়ান মন্ত্রীর পৌছানোর পরে তার শব দেহে মাল্যদান করে শেষ বারের মত শ্রদ্ধা জ্ঞাপন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ অন্যান্য নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে পঞ্চায়েত মন্ত্রীর মৃত্যু সংবাদ প্রথমে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দীর্ঘদিনের তৃণমূলের সদস্য তথা এক জন প্রাণোচ্ছল মন্ত্রীর এমন অকাল প্রয়াণে শোকাহত হয়ে পড়ায় তার শেষকৃত্যে শ্মশানে উপস্থিত থাকতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যান্য দলীয় নেতৃত্বদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি গান স্যালুটের মাধ্যমে জীবনের অন্তিম যাত্রা সম্পন্ন করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তথা সকলের প্রিয় সুব্রতদা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর