চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে - Bangla Hunt

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে

By Bangla Hunt Desk - October 23, 2021

বালুরঘাট ; চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে। শুক্রবার ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন রোগীর আত্মীয়-পরিজন ও প্রতিবেশীরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার আশ্বিনপাড়ার বাসিন্দা জীবন রাহা বৃহস্পতিবার বিকেলে পেট ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপরই রোগীর পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনওরকম মন্তব্য করতে চায়নি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে। এদিন অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর