গোয়ায় অভিষেক ম্যাজিক! কংগ্রেসের সংগঠন মিশে যাচ্ছে তৃণমূলে - Bangla Hunt

গোয়ায় অভিষেক ম্যাজিক! কংগ্রেসের সংগঠন মিশে যাচ্ছে তৃণমূলে

By Bangla Hunt Desk - October 20, 2021

বাংলা হান্ট ডেক্সঃ কয়েকদিন আগেই তৃণমূলে যোগাযোগ দিয়েছেন গোয়ায় কংগ্রেসের দুবারের মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। এবারে তৃণমূলে যোগ দিলেন গোয়ায় কংগ্রেসের মহিলা সভানেত্রী তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়া রাঠোর ও প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন তিনি।

আরো পড়ুন-লক্ষ্মীপুজোর দিন ব্যারাকপুরে বিস্ফোরণ, সিলিংয়ের চাঙড় ভেঙে জখম ২

কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় মহিলা সভানেত্রী সুস্মিতা দেব। পরে বাংলা থেকে রাজ্যসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে সাংসদ হয়েছেন সুস্মিতা। এবার গোয়ায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার পরে প্রিয়া রাঠোর বলেন, দেশের মধ্যে তৃণমূল হলো একমাত্র রাজনৈতিক দল যেখানে সংসদীয় রাজনীতিতে ৪১ শতাংশ মহিলার প্রতিনিধিত্ব রয়েছে। কংগ্রেস এখনো পর্যন্ত পরিকল্পনা করছে উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচন থেকে ৪০ শতাংশ মহিলাদের প্রতিনিধিত্ব করার জন্য। মমতা দিদির নেতৃত্বেই ভারতে নারী শক্তির পুনরুজ্জীবন ঘটেছে।

প্রিয়া রাঠোর এর পাশাপাশি গোয়াতে বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে পরিচিত অভিধানবিদ, ব্যাকরনবিদ দামোদর ঘনেকার, গোয়ার বিশিষ্ট শিল্পপতি সিদ্ধেশ্বর নাথ মিশ্র ও সীমা মিশ্রও তৃনমুলে যোগদেন। এছাড়া ভালপোই ব্লকের সম্পূর্ণ কংগ্রেস ব্লক কমিটি আনুষ্ঠানিকভাবে যোগ দিল তৃণমূলে। সেইসঙ্গে আরও ২০০ কংগ্রেস কর্মী ও নিচু স্তরের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।

গোয়ায় মানুষের মধ্যে তৃণমূলের প্রতি এই সমর্থন দেখে উচ্ছ্বসিত গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো বলেন, গোটা দেশে এই মুহূর্তে প্রকৃত কংগ্রেস হিসেবে নিজের জায়গা তৈরি করেছে তৃণমূল। মমতা দিদি যেভাবে সমস্ত কেন্দ্রীয় এজেন্সীর চক্রান্তের বিরোধিতা করে বিজেপির বিরুদ্ধে একা লড়াই করে জয়ী হয়েছেন, সেই লড়াইয়ে অংশীদার হতে এগিয়ে আসছেন সমাজের সর্বস্তরের মানুষ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবার নির্বাচনে তৃণমূল গোয়ার সবকটি আসনে প্রার্থী দেবে। অর্থাৎ কংগ্রেসকে ভেঙেই তাঁরা প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। তৃণমূল নিজেদের দলে যোগদান করানোর কাজেও গতি বাড়িয়েছে।

প্রসঙ্গত, ৪০ আসনের গোয়া বিধানসভায় বিজেপি আসন বর্তমানে ২৭, কংগ্রেসের ৫, গোয়া ফরোয়ার্ড পার্টির ৩, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির হাতে ১, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির হাতে ১ ও নির্দলদের হাতে রয়েছে ৩ আসন। যদিও ২০১৭ সালে গোয়ায় কংগ্রেস পেয়েছিল ১৭ আসন আর ভাজপা পেয়েছিল ১৩ আসন। তাই গোয়ায় কংগ্রেসের সংগঠন যেভাবে তৃণমূলে মিশে যেতে শুরু করেছে তাতে আগামী বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তৃণমূলের ক্ষমতা দখল করা অসম্ভব নয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর