BigBreaking: অবসর নিলেন আলাপন বন্দোপাধ্যায়, মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ মমতার - Bangla Hunt

BigBreaking: অবসর নিলেন আলাপন বন্দোপাধ্যায়, মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ মমতার

By Bangla Hunt Desk - May 31, 2021

বাংলা হান্ট ডেক্সঃ কেন্দ্রের চিঠির পরও আলাপনকে বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) ছাড়েনি রাজ্য। বরং সোমবার নিজের কর্মজীবন থেকে অবসর নিলেন তিনি। তবে তাঁকে এখনই ছাড়ছেন না মুখ্যমন্ত্রী। আগামিকাল থেকে তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ বছরের জন্য তাঁকে উপদেষ্টা করা হল। মুখ্যমন্ত্রী জানান,”উনিই আমার কাছে অবসর নেওয়ার জন্য অনুমতি চান। সেই অনুমতি আমি দিয়েছি।”

আরো পড়ুন- ‘ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমাপ্রার্থী’, তৃনমূলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি দীপেন্দুর

মুখ্যসচিবের বদলি নিয়ে তুঙ্গে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে এখন ছাড়া যাবে না, সোমবার চিঠি দিয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিকেলে পাঁচটার কিছুক্ষণ আগে রাজ্যকে পালটা চিঠি দেয় কেন্দ্র। তাতে মুখ্যসচিবকে অবিলম্বে কেন্দ্রের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ৩১ মে-ই আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর গ্রহণের দিন ছিল। কিন্তু রাজ্যের কোভিড পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় যশ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে তাঁর কর্মজীবনের মেয়াদ তিন মাস বৃদ্ধির আবেদন জানায় রাজ্য। তাতে সায়ও দেয় মোদি সরকার। কিন্তু এর কয়েক দিনের মধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ দেয় কেন্দ্র। এর পরই তুঙ্গে ওঠে টানাপোড়েন।

এদিন সকালে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ থাকলেও যাননি মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বরং কর্মজীবনের মেয়াদ বৃদ্ধি না করে ৩১ তারিখই অবসর নিলেন তিনি। তবে ১ জুন থেকেই মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা পদে নতুন কর্মজীবন শুরু করছেন তিনি। আগামী তিন বছর এই পদেই নিযুক্ত থাকবেন তিনি। তবে মুখ্যসচিবের সঙ্গে এ হেন আচরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যসচিব অবসর নেওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন বিপি গোপালিকা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর