মমতার প্রশংসায় পঞ্চমুখ মুকুল ঘনিষ্ঠ প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত'র, জোর জল্পনা - Bangla Hunt

মমতার প্রশংসায় পঞ্চমুখ মুকুল ঘনিষ্ঠ প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত’র, জোর জল্পনা

By Bangla Hunt Desk - May 30, 2021

রাহুল সিংহঃ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বিধান নগর থেকে তার বরাবরের শত্রু সুজিত বসুর বিরুদ্ধে লড়াই করে পরাজিত হয়েছেন সব্যসাচী দত্ত। ভোটের আগে পর্যন্ত তৃণমূলের তীব্র বিরোধিতা করলেও হঠাৎ করেই বিধানসভা নির্বাচনে শুরু হওয়ার পরে মুকুল রায়ের ঘনিষ্ঠ এই বিজেপি নেতা প্রচারে ঢিলেমি দেওয়ার পাশাপাশি ইচ্ছাকৃতভাবে সুজিত বোসকে ভোট দেওয়ার জন্য নিজের অনুগামীদের নির্দেশ দিয়েছিলেন বলে খবর বিজেপির অন্তরে। ভোট মিটে যাওয়ার পরে কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি বিজেপিতে গিয়েছিলেন তার সম্পর্কে কার্যত প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা মুকুল রায় ঘনিষ্ঠ প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত।

আরো পড়ুন- বেসুরো মুকুল পুত্র শুভ্রাংশু রায়! ফেসবুকে পোস্ট ঘিরে জোর জল্পনা

মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সব্যসাচী দত্ত বলেন, “উনি বয়সে বড়। তার ব্যক্তিগত স্তরে সম্পর্ক খারাপ হয়নি। ওনার রাজনৈতিক ম্যাচিওরিটির সঙ্গে আমার কোনও তুলনা চলে না। আমার কোনও প্রতিযোগিতা তাঁর সঙ্গে নেই।”

তবে বিজেপিতে থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হওয়া আদতে তৃণমূলের ফেরার রাস্তা পরিষ্কার করা কি না সেই সম্পর্কে সব্যসাচী বলেন, “যাঁরা ফিরতে চাইছেন, সেটা তাঁদের ব্যাপার। আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি। এই জল্পনা তৈরি করা হয়েছে।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর