'অ্যালোপ্যাথি' নিয়ে বিতর্কিত মন্তব্য, রামদেবের বিরুদ্ধে সিঁথি থানায় FIR দায়ের - Bangla Hunt

‘অ্যালোপ্যাথি’ নিয়ে বিতর্কিত মন্তব্য, রামদেবের বিরুদ্ধে সিঁথি থানায় FIR দায়ের

By Bangla Hunt Desk - May 29, 2021

বাংলা হান্ট ডেক্সঃ অ্যালোপ্যাথি চিকিৎসাকে ‘দেউলিয়া ও বোকা বিজ্ঞান’ বলে কটাক্ষ করেছিলেন রামদেব। সেই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। এনিয়ে গোটা দেশ জুড়ে রামদেবের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও রামদেবকে এই ধরনের মন্তব্য প্রত্যাহার করতে বলেছিলেন। এবার রামদেবের সেই মন্তব্যের জল গড়াল কলকাতা পর্যন্ত। এবার সিঁথি থানায় রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা(AMI)।

আরো পড়ুন- প্রয়োজনে প্রধানমন্ত্রীর পায়ে ধরতে রাজি আছি। কিন্তু বাংলাকে অপমান করবেন না; মমতা

গোটা দেশজুড়ে বিতর্কের ঝড় উঠতেই কার্যত চুপ যোগগুরু। ইতিমধ্যে দেশের ডাক্তাররা একযোগে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার সিঁথি থানায় রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা( আএমএ)। করোনার চিকিৎসা নিয়ে রামদেব বিভ্রান্তি ছড়াচ্ছেন সেই অভিযোগ তুলেই সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ। তাঁদের দাবি, অতিমারি পরিস্থিতিতে চিকিৎসকরা লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে রামদেবের এই ধরনের মন্তব্য কোনওভাবেই কাঙ্খিত নয়। তিনি যেটা বলেছেন তা আইন অনুসারে একটি অপরাধ।

ডাক্তারদের একাংশের মতে রামদেব বাবার বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। সেগুলি বিক্রি করতেই এই ধরনের মন্তব্য বলে দাবি চিকিৎসকদের একাংশ। শুধু তাই নয়, নিজের লাভের স্বার্থে রামদেব অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন বলেও অভিযোগ তুলেছেন চিকিৎসকদের একাংশ। নিজের প্রতিষ্ঠানের লাভের জন্য়ই পরিকল্পিতভাবে রামদেব অ্যালোপ্যাথি চিকিৎসা সম্পর্কে নানা বিতর্কিত মন্তব্য করছেন বলে চিকিৎসকদের একাংশ মতামত দিয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর