'শুভেন্দু নিজে আমার থেকে ঘুষ নিয়েছে, তাকে কেন গ্রেপ্তার করল না CBI' ? ম্যাথু স্যামুয়েল - Bangla Hunt

‘শুভেন্দু নিজে আমার থেকে ঘুষ নিয়েছে, তাকে কেন গ্রেপ্তার করল না CBI’ ? ম্যাথু স্যামুয়েল

By Bangla Hunt Desk - May 17, 2021

বাংলা হান্ট ডেক্সঃ “সিবিআই যে অবশেষে 4 জনকে গ্রেফতার করেছে তাতে আমি খুশি। কিন্তু আরো দুজন অভিযুক্ত ছিল এই তালিকায়। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজে আমার থেকে টাকা ঘুষ নিয়েছিলেন। আমি নিজে গিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অফিসে টাকা দিয়েছিলাম আর আজ চার্জশিটে তাঁর নামই নেই, এটাই দুঃখের ব্যাপার। শুভেন্দু অধিকারী সেই কথা স্বীকারও করেছিলেন, কিন্তু তাঁর নামই নেই। তাহলে শুভেন্দু অধিকারী কে কেন সিবিআই গ্রেফতার করল না? আইন তো সকলের জন্য সমান হওয়া উচিত।” এভাবেই নারদ কান্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুললেন নারদা কর্ণধার ম্যাথু স্যামুয়েল।

আরো পড়ুন- বিজেপিতে গিয়ে বড় ভুল করেছি, ঘর ওয়াপসির ইঙ্গিত বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সহ–সভাপতির

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ক্ষমতা থাকলে সিবিআই আগে মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের বাড়ি থেকে নিয়ে আসুন। শুভেন্দু-মুকুলরা এখন বিজেপির কোলে বসে রয়েছে, তাই তাঁরা বাদ! “

প্রসঙ্গত, নারদাকান্ডে অভিযুক্তদের তালিকায় আর যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে শুভেন্দু অধিকারী, মুকুল রায় এখন ভাজপা বিধায়ক। কিন্তু, তাঁদের দুজনের নাম চার্জশিটে দেওয়ার জন্য অনুমোদন চাওয়া হয়নি। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “এটা পুরোপুরিই প্রতিহিংসা। অত্যন্ত নিন্দনীয়। বাংলায় হেরে গিয়ে এখন প্রতিহিংসা চরিতার্থ করতে নেমেছে বিজেপি। তাই সিবিআই-কে কাজে লাগানো হচ্ছে।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর