বিজেপিতে গিয়ে 'দমবন্ধ' অবস্থা! এবার বিজেপির রাজ্য কমিটি থেকে ইস্তফা চাইলেন প্রাক্তন এই বিধায়ক - Bangla Hunt

বিজেপিতে গিয়ে ‘দমবন্ধ’ অবস্থা! এবার বিজেপির রাজ্য কমিটি থেকে ইস্তফা চাইলেন প্রাক্তন এই বিধায়ক

By Bangla Hunt Desk - May 16, 2021

বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকে হঠাৎ করেই তৃণমূলের বহু নেতা এবং নেত্রী তৃণমূল থেকে দমবন্ধকর পরিস্থিতির শিকার হয়েছিলেন। দমবন্ধকর অবস্থা থেকে মুক্তি পেতে অক্সিজেনের খোঁজে রাতারাতি যোগ দিয়েছিলেন বিজেপি শিবিরে।

আরো পড়ুন- এখনই শেষ নয়! হামাসের বিরুদ্ধে অভিযান চলবে’, চরম হুঁশিয়ারি ইজরায়েলের

তবে ভোটের ফল বেরোনোর পর থেকেই হাওয়া ঘুরতে শুরু করে। ভোটের পর থেকেই বিজেপির কোন দলীয় অনুষ্ঠানে যোগ দেননি দীপেন্দু। এমনকি রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্যের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে ইতিমধ্যে বিজেপি রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে দীপেন্দু বলেন, “বিজেপিতে ভালো লাগছেনা। এই করোনা পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করতে চাই।”

অক্সিজেনের খোঁজে বিজেপি শিবিরে নাম লেখানো তৃণমূল নেতাদের মধ্যে ছিলেন বসিরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। মূলত এবারে তৃণমূল বসিরহাট কেন্দ্র থেকে দীপেন্দুকে টিকিট না দেওয়াতে ক্ষুব্ধ হয়ে যোগদান বিজেপিতে। কিন্তু তাঁকে প্রার্থী করেনি বিজেপিও। সান্তনা পুরস্কার হিসেবে বিজেপি রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে তাকে স্থান দেওয়া হয়েছিল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর