রাতভর বাড়িতেই পরে রইল করোনা আক্রান্ত বৃদ্ধার মৃতদেহ, কাঠগড়ায় প্রশাসন - Bangla Hunt

রাতভর বাড়িতেই পরে রইল করোনা আক্রান্ত বৃদ্ধার মৃতদেহ, কাঠগড়ায় প্রশাসন

By Bangla Hunt Desk - May 14, 2021

বাংলা হান্ট ডেক্সঃ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ষাটোর্ধ্ব এক বৃদ্ধার। গতকাল রাতের বেলা মারা গেলেও এখন পর্যন্ত মৃতদেহ নিয়ে যাওয়ার কোনও রকম ব্যবস্থা করেনি প্রশাসন। এর ফলে গতকাল রাত থেকে মায়ের মৃতদেহ আগলে বসে রয়েছে ছেলে। বৃহস্পতিবার দুপুরে এমন ভয়াবহ ও করুন দৃশ্য নজরে এলো বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া বাসন্তী বাগান এলাকায়।

আরো পড়ুন- মুসলিম রোজাদার মানুষদের ইফতার করিয়ে সম্প্রীতির বার্তা দিলেন ব্রাহ্মণ সন্তান

জানা গেছে, মৃত্যু ওই বৃদ্ধার নাম ঊষারাণী সূত্রধর। বয়স ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন। এমত অবস্থায় গত ৮ তারিখ তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই তার চিকিৎসা চলছে। এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে দিনদিন অবস্থার অবনতি হচ্ছিল ওই বৃদ্ধার। এমত অবস্থায় গতকাল গভীর রাতে তিনি মারা যান। এদিকে মারা যাওয়ার পর স্বাস্থ্য দফতরের এবং প্রশাসনকে একাধিকবার ফোনে বললেও মৃতদেহ নিয়ে যাওয়ার কথা বলা হলেও তা নিয়ে যাওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে মৃতদেহ বাড়িতে আগলে বসে রয়েছে ছেলে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে এলাকায় স্যানিটাইজেশন ব্যবস্থা করা হোক। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের ও করোনার পরীক্ষা করা হোক।

এবিষয়ে মৃতের ছোট ছেলে চন্দন সূত্রধর বলেন, “মা গত ৮ তারিখ থেকে পজিটিভ ছিল। গতকাল মা মারা যান। তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। সকালে স্বাস্থ্য দফতরের জানিয়েছি। কিন্তু অনেক দেরি করে দেহ নিয়ে গিয়েছে।”

যদিও এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে জানান, বিষয়টি তিনি জানেন। মৃতদেহ নিয়ে যাওয়ার কাজ রয়েছে প্রশাসনের। তিনি এনিয়ে নির্দিষ্ট এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর