ইজরায়েলে হামাসের রকেট হমলা, মৃত্যু এক ভারতীয় মহিলার - Bangla Hunt

ইজরায়েলে হামাসের রকেট হমলা, মৃত্যু এক ভারতীয় মহিলার

By Bangla Hunt Desk - May 13, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ইজরায়েলে হামাসের রকেট হামলায় মৃত্যু হল এক ভারতীয় মহিলার। মৃতার নাম সৌম্যা সন্তোষ (৩২)। তিনি অ্যাশকেলোন শহরে নার্স হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন সেখানকারই এক আবাসনে। মঙ্গলবার সকালে তিনি কেরলে তাঁর পরিজনদের ভিডিও কল করেছিলেন। সেই সময় আচমকাই প্রচণ্ড শব্দ হয়। ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। কেটে যায় ফোনের লাইন। এরপর একাধিকবার চেষ্টা করেও সৌম্যার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁর বাড়ির সদস্যরা। পরে জানা যায়, অ্যাশকেলোন শহরে জঙ্গি হামলা হয়েছে। তার জেরেই মৃত্যু হয়েছে সৌম্যার।

আরো পড়ুন- নন্দীগ্রামে ‘দলবিরোধী’ কাজের জন্য রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মা বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

পরিবার সূত্রে খবর, প্রায় আট বছর ইজরায়েলে কর্মরত ছিলেন তিনি। তাঁর স্বামী ও ছেলে কেরলেন ইদুক্কিতে থাকেন। ইতিমধ্যেই তাঁদের খবর দেওয়া হয়েছে। বিষয়টি শোকপ্রকাশ করেছে বিদেশমন্ত্রকও।

আরো পড়ুন- কোলকাতায় চালু হল বিনামূল্যে ‘দুয়ারে অক্সিজেন’ পরিষেবা, উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম

বিবিসি-র রিপোর্ট অনুয়ায়ি সোমবার রাত থেকে ইজরায়েলের পক্ষ থেকে ৩০০ -র বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে৷ সেখানে ইজরায়েলের দাবি এর প্রত্যুত্তরে গাজা -র ১৫০-র থেকে বেশি জায়গায় হামলা চালানো হয়েছে৷ সংবাদমাধ্যমের দাবি হামলায় যে ভারতীয় মহিলার মৃত্যু হয়েছে তাঁর নাম সৌম্যা সন্তোষ৷ যিনি সাত বছর ধরে ইজরায়েলের বাসিন্দা৷ খবর অনুযায়ি হামলা চলাকালীন তিনি একটি বাড়িতে এক বৃদ্ধা মহিলার দেখাশোনা করছিলেন৷ তবে এই হামলার ঘটনায় বৃদ্ধা মহিলা বেঁচে গেছেন৷ কিন্তু তাঁর দেখাশোনায় কর্তব্যরত সৌম্যার মৃত্যু হয়ে যায়৷ বৃদ্ধা মহিলা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন৷

রিপোর্ট অনুযায়ি ইজরায়েলের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামাস প্রায় ১৩০ টি রকেট দেগেছে৷ এরই পাশাপাশি জেরুজালেমেও হিংসা ছড়ানো হচ্ছে৷ ইজরায়েল এই হামলা বৃদ্ধির উত্তর দিতে গিয়ে গাজা স্ট্রিপে পাল্টা হামলা চালিয়েছে৷ এই হামলার দরুণ বড় বিল্ডিংগুলিকে নিশানা বানানো হয়৷ হামাস চরমপন্থী বানানো হয়েছে৷ এর দরুণ ৩ আতঙ্কবাদীর মৃত্যু হয়েছে৷

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে বিবাদ চলছে। বারবার স্বাধীন রাষ্ট্রের দাবি করেছে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস। অন্যদিকে, ইজরায়েলেও দাবি করে তারা জেরুজালেমকে রাজধানী হিসেবে চায়। বিষয়টি নিয়ে দু’ক্ষের মধ্যে গোলমালের জেরে একাধিকবার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। দুই পক্ষের গোলাগুলিতে এখনও পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে। গত সপ্তাহেও পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে প্যালেস্তাইনীয় এবং ইজরায়েলি পুলিসের মধ্যে ব্যাপক সংঘর্ষ দেখা দিয়েছিল। এই পরিস্থিতিতে পবিত্র রমজান মাসেও সংঘর্ষ অব্যাহত থাকে। গাজায় হামলা চালায় ইজরায়েলের বায়ুসেনা। তার পালটা হিসেবে ইজরায়েলে হামলা চালায় জঙ্গি সংগঠন হামাস।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর