'আগে পরিকাঠামো ঠিক করুন', কলকাতা কর্পোরেশেনের দেওয়া আর্থিক ক্ষতিপূরণ ফেরাল ঋষভের পরিবার - Bangla Hunt

‘আগে পরিকাঠামো ঠিক করুন’, কলকাতা কর্পোরেশেনের দেওয়া আর্থিক ক্ষতিপূরণ ফেরাল ঋষভের পরিবার

By Bangla Hunt Desk - May 12, 2021

বাংলা হান্ট ডেক্সঃ মঙ্গলবার রাজভবনের সামনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান ঋষভ মণ্ডল। এরপরেই মৃত ঋষভ মণ্ডলের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে কলকাতা কর্পোরেশন। এবার কলকাতা কর্পোরেশেনের দেওয়া আর্থিক ক্ষতিপূরণ ফেরাল ঋষভ মণ্ডলের পরিবার। প্রশাসনের সমালোচনা করে বলল,’পরিকাঠামো ঠিক করুন’।

আরো পড়ুন- নন্দীগ্রামে ‘দলবিরোধী’ কাজের জন্য রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মা বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

মৃত ঋষভ মণ্ডলের পরিবারকে কলকাতা কর্পোরেশনের তরফে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা করেন ফিরহাদ হাকিম। বুধবার কর্পোরেশনের সেই সাহায্য় ফিরিয়ে দেয় পরিবার। মৃত ঋষভের দিদি বিজেতা মণ্ডল পালিত জানান, তাঁরা ক্ষতিপূরণ নেবেন না। ক্ষতিপূরণ না দিয়ে বরং সরকার পরিকাঠামো ঠিক করুক।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর