করোনা আক্রান্ত হয়ে প্রয়াত ধ্রুপদী সঙ্গীতশিল্পী পণ্ডিত রাজন মিশ্র - Bangla Hunt

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত ধ্রুপদী সঙ্গীতশিল্পী পণ্ডিত রাজন মিশ্র

By Bangla Hunt Desk - April 26, 2021

বাংলা হান্ট ডেক্সঃ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ধ্রুপদী সঙ্গীতশিল্পী পণ্ডিত রাজন মিশ্র। দিল্লিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যেবেলা। নেটমাধ্যমে রাজন মিশ্রর মৃত্যুর ঘটনাটি জানান সুরকার সেলিম মারচেন্ট।

রাজন মিশ্রের মৃত্যুর খবর প্রথম টুইট করে জানান বলিউডের সঙ্গীত পরিচালক সেলিম মার্চেন্ট (Salim Merchant)। তিনি লেখেন, ‘হৃদয়বিদারক খবর- পদ্মভূষণ রাজন মিশ্রজি আমাদের ছেড়ে চলে গেলেন সুরালোকে। কোভিড আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে মৃত্যু হল তাঁর।’

শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narenfra Modi)। তিনি লেখেন, ‘রাজন মিশ্রের মৃত্যু খুবই দুঃখজনক। বেনারস ঘরানার (Benaras Gharana) এই প্রথিতযশা শিল্পীর মৃত্যু ভারতের শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি।’

১৯৫১ সালে বেনারসে জন্ম রাজন মিশ্রর। ভা‌ই সাজন মিশ্রর সঙ্গে বেশ কয়েক ধরে দশক ধরে দর্শকের মন জয় করেছেন তিনি। দিল্লিতেই কোভিডে আক্রান্ত হন পণ্ডিত রাজন মিশ্র। হৃদযন্ত্রে সমস্যা দেখা দিতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর