ভোটদান কেন্দ্রে যাওয়ার ভাতা না পেয়ে বালুরঘাট কলেজে বিক্ষোভ ভোট কর্মীদের - Bangla Hunt

ভোটদান কেন্দ্রে যাওয়ার ভাতা না পেয়ে বালুরঘাট কলেজে বিক্ষোভ ভোট কর্মীদের

By Bangla Hunt Desk - April 25, 2021

বালুরঘাটঃ ভোটদান কেন্দ্রে যাওয়ার ভাতা না পেয়ে বালুরঘাট কলেজে ভোট কর্মীদের বিক্ষোভ। তাদের অভিযোগ যতক্ষন না তাদের একাউন্টে এই ভাতা প্রদান করা হচ্ছে ততক্ষন তারা ভোট কেন্দ্রের দিকে রওনা হবেন না।

আজ সকাল থেকে দক্ষিন দিনাজপুর জেলার তিনটি বিধানসভা আসনে আগামীকালের ভোট গ্রহন সম্পন্ন করবার লক্ষ্যে বালুরঘাট কলেজ প্রাঙ্গন থেকে ভোট কর্মীরা তাদের নিজ নিজ কেন্দ্রের ই ভি এম সহ অনান্য জিনিষপত্র নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য হাজির হয়।
কিন্তু বেশ কিছুকর্মী ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি পর্ব চালাছিল । এরপরেই তাল কাটল, বেশ কিছু ভোট কর্মী তাদের ভোট কেন্দ্রে যাওয়ার আগে তাদের প্রাপ্য ভাতা পান নি বলে অভিযোগ তুলে ওই কলেজ প্রাঙ্গনে থাকা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়ে সরব হয়। যদিও প্রশাসনিক আধিকারিকগন তাদের বোঝানোর চেষ্টা করেন একটু পরেই তাদের ব্যাংকের একাউন্টে এই ভাতার টাকা ঢুকে যাবে। কিন্তু ভোট কর্মীরা তা শুনতে নারাজ। তাদের দাবি আমরা এর আগেই তাদের নিজ নিজ একাউন্ট নম্বর আধিকারিকদের কাছে নির্দিষ্ট ফর্মে জমা দিয়ে দিয়েছিলাম। কিন্তু তবুও কেন সময় মত সেই টাকা তাদের একাউন্টে ঢোকান হয় নি। পাশাপাশি তাদের অভিযোগ ওই ভাতার টাকা না পেলে তারা ভোট কেন্দ্রে গিয়ে কিভাবে নিজেদের খাবার খাবেন।

বেশ কিছুক্ষন ধরে তারা বিক্ষোভ দেখানোর পর খবর পেয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে এসে তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পাশাপাশি তাদের আশ্বস্ত করলে কর্মীরা পরে নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে রওনা হন বলে জানা গেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর