দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ করে বিজেপিকে বিতাড়িত করার ডাক দিলেন অভিষেক - Bangla Hunt

দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ করে বিজেপিকে বিতাড়িত করার ডাক দিলেন অভিষেক

By Bangla Hunt Desk - April 03, 2021

বাংলা হান্ট ডেক্স ; শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় ম্যারাথন প্রচারে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে কুলতলি, তার পরে বারুইপুরে প্রচার করেন তিনি। সভার প্রথম থেকেই বিজেপিকে তোপ দাগেন অভিষেক। ফের একবার দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ করে বিজেপিকে বিতাড়িত করার ডাক দেন তৃণমূলের যুব সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিনের সভায় থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক, বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গিয়ে বিজেপি দিল্লিছাড়া হবে। আমফানের সময় কোথায় ছিল? এখন ডেলি প্যাসেঞ্জারি করছে। একদিকে বহিরাগত নেতা, বলছে সুযোগ দিন কাজ করব। আরেকদিকে বাংলার মেয়ে ১০ বছরে কী করেছে তা বাংলার মানুষ জানে। ধর্মীয় উস্কানি না দিয়ে, আগামী দিনে কী করবেন সাহস থাকলে সেটা বলুন।’ এদিন ফের একবার সোনার বাংলা করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক। কেন সোনার গুজরাত, উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান হয়নি তা নিয়ে প্রশ্ন করেন তিনি।

সভায় উপস্থিত মহিলাদের প্রশ্ন করেন অভিষেক, ‘আপনারা চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক, নাকি চান ভাঙা পায়ে দিল্লির কাছ থেকে বাংলার অধিকার ছিনিয়ে নিয়ে আসুক?’ তিন দফায় দক্ষিণ ২৪ পরগনায় ভোট নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন অভিষেক। তাঁর দাবি, বিজেপির অঙ্গুলি হেলনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কুলতলি সর্বোচ্চ ব্যবধানে জিতবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর