কেশপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে - Bangla Hunt

কেশপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

By Bangla Hunt Desk - April 01, 2021

বাংলা হান্ট ডেক্স ; দ্বিতীয় দফা ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল। দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ দিন কেশপুরের এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন (Election Commission)। গ্রেফতার করা হয়েছে সাত জনকে।

আরো পড়ুন- রাতভর বোমাবাজি নন্দীগ্রামে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই বোমাবাজি করেছে, অভিযোগ তৃণমূলের

জানা গিয়েছে, নিহত উত্তম দলুইয়ের বাড়ির থেকে মাত্র ৫০ মিটার দূরে তৃণমূল কংগ্রেস কার্যালয়। সেখানে বুধবার রাতে খাওয়াদাওয়ার আয়োজন হয়েছিল। রান্না করা হয়ে গিয়েছিল। খাওয়াদাওয়া চলছিল। অভিযোগ, সেই সময়ই বিজেপির কর্মী ও সমর্থকেরা উত্তমের ওপর চড়াও হয়। পার্টি অফিস থেকে টানটে টানতে তাঁকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী একটি কালভার্টের কাছে। সেখানেই তাঁর পেটে দুষ্কৃতীরা ছুরে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। স্থানীদের দাবি, ওই তৃণমূল কর্মীর পেটে একাধিকবার ছুরির কোপ মারে দুষ্কৃতীরা। পেটে ছুরির ফলা ঢুকে ছিল। হাতলটি খুলে যায়। সেটিকে ছুড়ে ফেলে দিয়েছিল দুষ্কৃতীরা। স্থানীয় এক তৃণমূল কর্মী বলছেন, ‘বিজেপির ৩০-৩৫ জন এসেছিল। কথাবার্তা বলার সময়ই আচমকা ওকে টেনে নিয়ে চলে যায়।’ এরপরে তাঁকে প্রথমে কেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হয়নি। ভোররাতে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর।

কেশপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি, খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। কেশপুরে ভোটের আগের রাতে খুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।

এদিকে, ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। সংঘর্ষে জখম বেশ কয়েকজন বিজেপি ও এক তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, রাতে ক্যাম্প অফিস সাজানোর সময় হামলা চালায় বিজেপি কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ তোলে বিজেপি। নন্দীগ্রামের কালীচরণপুর-সোনাচূড়ায় রাতভর বোমাবাজিও হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর