বোমা ফেটে এক শিশুর মৃত্যু, অপর এক জন হাসপাতালে চিকিৎসাধীন - Bangla Hunt

বোমা ফেটে এক শিশুর মৃত্যু, অপর এক জন হাসপাতালে চিকিৎসাধীন

By Bangla Hunt Desk - March 22, 2021

অতনু ঘোষ ও সত্যনারায়ন শিকদারের রিপোর্ট, পূর্ব বর্ধমান; বর্ধমান শহরে খাগড়া গড়ের বোমা তৈরীর কারখানা ও বোমা ব্লাস্ট খবরের শিরোনামে উঠেছে অনেকদিন আগেই। এবার আবার সেই বর্ধমান শহরে বোমার আঘাতে মৃত্যু হল এক শিশুর এবং আর এক শিশু গুরুতর আহত অবস্থায় ভর্তি বর্ধমান মেডিকেল কলেজে।
ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে তত। বিভিন্ন রাজনৈতিক দল তাদের পেশি শক্তি প্রদর্শনে মত্ত। এর ফলে বেঘোরে প্রাণ হারাচ্ছেন নিষ্পাপ শিশু থেকে সাধারণ মানুষ।

এদিন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সুভাষপল্লী এলাকার রসিকপুরে।। স্থানীয় সূত্রে জানা গেছে, কে বা কারা এখানে বোম রেখেছিলো তা বোঝা যাচ্ছে না ।এদিন সকালে দুটি শিশু খেলার সময় মাটি খুরছিলো সেখান থেকে একটি বলের মতো জিনিস পায় সেটাতে হাত দিতেই বিস্ফোরক হয়। বোমের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর নাম শেখ আফরোজ। আহত হয় আর এক শিশু শেখ ইব্রাহিম। ঘটনাস্থলে পৌঁছেছে বর্ধমান থানার আইসি পিন্টু সাহা ,জেলা পুলিশ সুপার ভাষ্কর মুখার্জী ,ডি এস পি হেড কোয়ার্টার সৌভিক পাত্র,নাশকতা দমন শাখার একটি দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধ‍্যান চালায় আরও বোমা মজুত রয়েছি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ চারদিক পুলিশ ব‍্যারিকেট দিয়ে ঘিরে রেখেছে ঘটনাস্থল। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। স্থানীয়দের অনুমান, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে বোম ছোড়া হয়েছিলো, তার বলি হলো একটি নিঃস্পাপ শিশু।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর