ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে? চমক দিলীপ ঘোষের - Bangla Hunt

ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে? চমক দিলীপ ঘোষের

By Bangla Hunt Desk - February 13, 2021

বাংলা হান্ট ডেক্স ; সামনেই বিধানসভা নির্বাচন। এ মাসের তৃতীয় সপ্তাহেই ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ। তাই এবারের বিধানসভা নির্বাচনে একটা নয়, দুটি হাইভোল্টেজ কেন্দ্র রয়েছে দুটো। একটি নন্দীগ্রাম এবং অপরটি মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র ভবনীপুর। কারণ, এই দুই কেন্দ্র থেকেই ভোটযুদ্ধে লড়াইয়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ময়দানে গোটা রাজ্যেই বিজেপির কোনও মুখ নেই। সবটাই ভরসা সেই নরেন্দ্র মোদি। তার উপর তৃণমূল সুপ্রিমো দু’টি কেন্দ্রে প্রার্থী হওয়ার ঘোষণা করায় কপালে দুশ্চিন্তার ভাঁজ বেড়েছে গেরুয়া শিবিরের। প্রশ্ন একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে? তেমন জাঁদরেল কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গ বিজেপিতে নেই, যাঁকে অগ্নিকন্যার বিরুদ্ধে দাঁড় করানো যায়। তাহলে উপায়? এই পরিস্থিতিতে ভবানীপুর কেন্দ্রের জন্য অরাজনৈতিক প্রার্থীর খোঁজে নেমেছে বিজেপি । আর এক্ষেত্রে বিজেপির ভাবনা ঘোরাফেরা করছে টলিপাড়ার দিকে। উদ্দেশ্য একটাই, চমক দিয়ে যদি বাজিমাত করা যায়।

মমতার নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে কি তারকা? এই জল্পনাকে আরও উসকে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছেন, ‘শুধু ভবানীপুর কেন? বিধানসভা ভোটে বিজেপির আরও অনেক চমক আছে। তবে কোনও কিছুই চূড়ান্ত করে বলার সময় আসেনি। আলোচনা চলছে।’

যদিও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও বিজেপির আদি-নব্য কোন্দলের আশঙ্কা রয়েছে চরমে । সেক্ষেত্রে শুধুমাত্র ‘চমক’ দেওয়ার জন্য ভবানীপুরে তারকা-প্রার্থীকে দাঁড় করালে দলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠবে কি না, তাও ভাবাচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্বকে।

উল্লেখ্য, রাজ্যের বিধানসভা ভোট কার্যত দোরগোড়ায় কড়া নাড়ছে। কিন্তু তা সত্ত্বেও দলের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে সেভাবে অগ্রসর হতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে ভবানীপুর বিধানসভা আসনের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে গেরুয়া শিবিরের সম্ভাব্য ‘চমক’-এর জল্পনাকে রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর