মমতা সরকারের কাজে উচ্ছ্বাসিত বিশ্বব্যাঙ্ক ইউনিসেফ - Bangla Hunt

মমতা সরকারের কাজে উচ্ছ্বাসিত বিশ্বব্যাঙ্ক ইউনিসেফ

By Bangla Hunt Desk - January 26, 2021

বাংলা হান্ট ডেস্ক ; ফের একবার মমতা সরকারের কাজের প্রশংসায় উচ্ছ্বাসিত আন্তর্জাতিক তিনটি সংস্থা। বুধবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক ভার্চুয়ালি বৈঠকে রাজ্য সরকারের একাধিক কর্মসূচির প্রশংসা করল বিশ্বব্যাঙ্ক (world bank), ইউনিসেফ (unicef), ইউএনডিপির (undp) প্রতিনিধিরা।

বুধবার নবান্নে রাজ্যের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল এই বৈঠকে হাজির ছিলেন, বিভিন্ন দফতরের সচিব, বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপাররা। এছাড়াও একাধিক আরন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে হাজির ছিলেন। সেখানেই রাজ্য সরকারের একাধিক কর্মসূচির প্রশংসা করে একাধিক আন্তর্জাতিক সংস্থা গুলি।

ডিসেম্বরের শুরু থেকে চালু হওয়া দুয়ারে সরকার এবং তার পরবর্তী সময়ে চালু করা পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচিকে ভাল উদ্যোগ বলে জানিয়েছেন বিশ্বব্যাঙ্ক, ইউনিসেফ এবং রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক বিভাগ ইউএনডিপি। তাদের তরফ থেকে বলা হয়েছে, সাধারণ মানুষের ঘরে সরকারের পৌঁছে যাওয়ার এই প্রয়াসের থেকে আর ভাল কিছু হতে পারে না। এছাড়াও করোনা ও আম্ফানে রাজ্য সরকারের ভূমিকারও প্রশংসা করেছে সংস্থাগুলি। তারা বলেছেন এই সময়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে ৯৫ শতাংশ মানুষ। তৃণমূল স্তরে গিয়ে কাজ করার জন্যই এই সাফল্য বলে মন্তব্য করা হয়েছে। ইউনিসেফের প্রতিনিধির তরফে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের প্রশংসা করা হয়। পাশাপাশি তারা প্রকল্পগুলিতে নজরদারির প্রয়োজনীয়তার কথাও বলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প আন্তজার্তিক মহলে স্বীকৃতি পয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর