বক্তৃতা দিতে উঠতেই ভেসে এলো জয় শ্রীরাম স্লোগান, ভিক্টোরিয়ায় ভাষণ দিলেন না ক্ষিপ্ত মমতা - Bangla Hunt

বক্তৃতা দিতে উঠতেই ভেসে এলো জয় শ্রীরাম স্লোগান, ভিক্টোরিয়ায় ভাষণ দিলেন না ক্ষিপ্ত মমতা

By Bangla Hunt Desk - January 23, 2021

কলকাতা ; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠল। আর তাতে রীতিমতো ক্ষিপ্ত হলেন তিনি। ভাষণ না দিয়েই মঞ্চ ছাড়লেন ক্ষুব্দ মমতা বন্দ্যোপাধ্যায়।

ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস উপলক্ষে ‘‌পরাক্রম দিবস’‌–এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই সৃষ্টি হল এক অস্বস্তিকর পরিস্থিতি। শনিবার বিকেল ৫টা নাগাদ সবে বক্তব্য শেষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। এর পরের বক্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন অনুষ্ঠানের সঞ্চালক। তখনই আচমকা সভায় উপস্থিত দর্শকদের মধ্যে থেকে উঠে এল ‘‌জয় শ্রী রাম’‌ স্লোগান। আর তাতে ক্ষুব্ধ হয়ে, এর প্রতিবাদ জানিয়ে বক্তব্যই রাখলেন না মমতা।

প্রথমে পরিস্থিতি সামাল দিতে সঞ্চালক স্লোগানরত জনতাকে শান্ত থাকতে বলেন। তিনি বলেন, ‘‌আপনারা শান্ত হন। এই পূণ্যলগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু কথা বলার সুযোগ দিন।’‌ কিন্তু তাঁর কথা কানে নেননি তাঁরা। মঞ্চের সামনেই স্লোগানের জোর আরও বাড়তে থাকে। এর পরই মাইক হাতে নেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী হিন্দিতে বলেন, ‘‌আমার মনে হয়, সরকারি অনুষ্ঠানের একটা আলাদাই মর্যাদা, সম্ভ্রম থাকে। এটা সরকারি অনুষ্ঠান। কোনও রাজনৈতিক দলের সভা নয়। এটা সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের অনুষ্ঠান।’‌ এর পরই কৃতজ্ঞতা আর ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘কলকাতায় এই অনুষ্ঠান আয়োজন করায় আমি প্রধানমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রকের কাছে কৃতজ্ঞ। কিন্তু কাউকে আমন্ত্রণ করে তাঁকে অসম্মান করা শোভা দেয় না। তাই আমি এর প্রতিবাদে এই অনুষ্ঠানে আর কিছুই বলব না।’‌ একথা বলেই মঞ্চ ছাড়েন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর