দুয়ারে সরকারের পর এবার 'দুয়ারে তৃণমূল' - Bangla Hunt

দুয়ারে সরকারের পর এবার ‘দুয়ারে তৃণমূল’

By Bangla Hunt Desk - January 20, 2021

বাংলা হান্ট ডেক্স ; রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচির কথা ঘোষণা করেন । সেই প্রকল্পের কাজ ইতিমধ্যেই চলছে। এরইমধ্যে এবার তৃনমূলের তরফে জনসংযোগে আরও জোর দিতে দুয়ারে সরকারের পর এবার “দুয়ারে তৃণমূল”।

বিধানসভা ভোটের আগে জনসংযোগ আরও জোরদার করতে এবার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। “দুয়ারে তৃনমুল” নয়া এই জনসংযোগ কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের কাজ তুলে ধরবেন তৃণমূলের নেতা, কর্মীরা। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন। তাঁদের সমস্যার সমাধানের চেষ্টা করবেন। একইসঙ্গে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করারও নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।

তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে একটি বিজ্ঞপ্তি জারি করে এই কর্মসূচি ঘোষণা করেছেন সুব্রত বক্সী। নয়া এই জনসংযোগ কর্মসূচি চলবে ২১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দলের সমস্ত নেতা, কর্মীদের উদ্দেশে এই কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর