পুলিশকে বুথে ঢুকতে দেবো না, ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী, মন্তব্য দিলীপ ঘোষের - Bangla Hunt

পুলিশকে বুথে ঢুকতে দেবো না, ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী, মন্তব্য দিলীপ ঘোষের

By Bangla Hunt Desk - January 13, 2021

রাজ্যের পুলিশ প্রশাসনকে নিশানা করে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তর ২৪ পরগনার খড়দার সভা থেকে তিনি বলেন, ‘ভোটের সময় পুলিশকে বুথে ঢুকতে দেব না। ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী। এনিয়ে পাল্টা আক্রমণ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।

দিলীপ ঘোষ বলেন , দাগি পুলিশ অফিসার, যারা ভোট করেন, তাঁদের প্রত্যেককে গ্যারেজ করা হবে।  পশ্চিমবঙ্গ পুলিশকে আমরা বুথে থাকতে দেব না। ১০০ মিটার দূরে চেয়ার নিয়ে বসবে ওরা, ভোট উৎসব দেখবে। কেন্দ্রীয় বাহিনী এসে ভোট করাবে। এভাবেই ফের বিজেপির রাজ্য সভাপতি পুলিশকে নিশানা করেন।

বুধবার সকালে উত্তর ২৪ পরগনার খড়দায় চায়ে পে চর্চায় যান দিলীপ ঘোষ। সেখান থেকেই পুলিশের উদ্দেশ্যে সুর চড়ান তিনি। দিলীপ ঘোষ বলেন, “যে সমস্ত পুলিশ অফিসার আমাদের কর্মীদের মেরেছেন তাঁদের এক একটাকে ব্লাকলিস্টেড করে বাড়িতে পাঠিয়ে দেব। ডিউটি করতে দেওয়া হবে না। যে পুলিশরা উল্টোপাল্টা  করছেন, তাদের ভোটের সময় দুমাস ছুটি দেওয়া হবে। শশুরবাড়ি ঘুরে আসুন।” যদিও তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে দিলীপ ঘোষ একটা মূর্খ। কিভাবে ভোট করাতে হয় দিলীপ ঘোষ জানেনা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর