লাইনে দাঁড়িয়ে 'স্বাস্থ্য সাথী' কার্ড নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - Bangla Hunt

লাইনে দাঁড়িয়ে ‘স্বাস্থ্য সাথী’ কার্ড নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By Bangla Hunt Desk - January 05, 2021

বাংলা হান্ট ডেস্ক ; বাংলা জুড়ে সাড়া ফেলেছে স্বাস্থ্যসাথী কার্ড। আজ লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তার বাড়ির কাছে হরিশ চ্যাটার্জি রোডের জয়হিন্দ ভবনে ‘দুয়ারের সরকার’ শিবির আয়োজন করা হয়। ১১.৪০ নাগাদ সেখানেই সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে কার্ড নিলেন মুখ্যমন্ত্রী। 

রাজ্যের একজন বাসিন্দা হিসেবেই এই কার্ড গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর পরে যাঁরা লাইনে ছিলেন তাঁদের হাতেও তিনি এই কার্ড তুলে দেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পুর প্রশাসক ফিরহাদ হাকিমসহ অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্বাস্থ্য বিমা রয়েছে। তা থাকা সত্ত্বেও তিনি ১০ কোটি মানুষের ‘‌সাথী’‌ হতেই এদিন ‘‌স্বাস্থ্যসাথী’‌ কার্ড করালেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর