ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু - Bangla Hunt

ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু

By Bangla Hunt Desk - December 29, 2020

মালদাঃ- মঙ্গলবার বিকেলে ইংরেজবাজার শহরের মালঞ্চ পল্লী রেলগেটের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সাইকেল-আরোহী সম্ভবত যদুপুরের দিক থেকে সাইকেল চালিয়ে রথবাড়ির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই সাইকেল আরোহীর নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তার নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বয়স আনুমানিক ৩০ বছর। এদিকে ওই দুর্ঘটনার পর ৩৪ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর