

বাংলা হান্ট ডেস্ক; শনিবার অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদেন শুভেন্দু অধিকারী। এবার কী করবেন দিব্যেন্দু? তাঁর প্রতিক্রিয়া,’ এটা দাদা শুভেন্দু ব্যক্তিগত সিদ্ধান্ত। একই পরিবারে আছি। আমি তৃণমূলের সাংসদ আছি, থাকব। আমি মমতা বন্দ্যোপাধ্যায় অনুগত সৈনিক। আগামী দিনেও তৃণমূলে থাকবো। ‘এর পাশাপাশি বিজেপিতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেন তিনি। আগামীতে তিনি বিজেপিতে যাবেন কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান ,’আমি তো আর পাগলা ষাঁড় হয়ে যাইনি। আমার অবস্থান স্পষ্ট’ অন্যদিকে ছেলের দলবদল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি শিশির অধিকারী।

শুভেন্দুর বাবা শিশির অধিকারী কাঁথির সাংসদ। দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস নেতা। ভাই দিব্যেন্দু তমলুকের সাংসদ। ছোট ভাই সৌমেন্দু কাঁথি পুরসভার মুখ্য প্রশাসক। তাঁর স্ত্রীও কোঅর্ডিনেটর। এখন প্রশ্ন হল, শুভেন্দু তৃণমূল ছাড়ার পর এখনও অবধি তৃণমূলে থাকা শিশির, দিব্যেন্দু, সৌমেন্দু কী করবেন? অধিকারী পরিবারের বাকি তিন জনপ্রতিনিধি কি তৃণমূলেই থাকবেন? শুভেন্দুর পথ ধরে বিজেপিতে যোগ দেবেন? না কি কিছুদিন অপেক্ষা করে বিধানসভা ভোটের মুখে দলবদল করবেন? এই অবস্থায় সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে এখন শিশির-দিব্যেন্দু ও সৌমেন্দু।

এবার দেখা যাক শুভেন্দুর খাসতালুক পূর্ব মেদিনীপুরে কজন তৃণমূল বিধায়ক রয়েছেন। ২০১৬ সালে ১৩টি আসনে জয়ী হয় তৃণমূল। এগরার বিধায়কের মৃত্যুতে এখন ১২ জন রয়েছেন। কিন্তু শনিবার অমিত শাহের সভায় শুভেন্দুর সঙ্গে যোগ দিয়েছেন মাত্র একজন। কাঁথি উত্তরের বনশ্রী মাইতি। এখন এই জেলায় তৃণমূলের রইল ১০ জন বিধায়ক। অন্যদিকে, শুভেন্দুর গড় পশ্চিম মেদিনীপুর থেকে কেউ এদিন বিজেপিতে যোগ দেননি। এবার এখন কাউকে যোগদান না করিয়ে পরবর্তীকালে করানো হবে কি না সেই রণকৌশলও অমূলক নয় বলছে রাজনৈতিক মহল। কিন্তু সবার এখন বড় প্রশ্ন, বাকি অধিকারীরা কী করবেন।


ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স