কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে মহারাষ্ট্র থেকে দিল্লি যাবে কয়েক হাজার কৃষক - Bangla Hunt

কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে মহারাষ্ট্র থেকে দিল্লি যাবে কয়েক হাজার কৃষক

By Bangla Hunt Desk - December 18, 2020

বাংলা হান্ট ডেস্ক ; কৃষক বিল নিয়ে মহারাষ্ট্রের কৃষকদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। তাই এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে ‘দিল্লি চলো’ অভিযানে ডাক দিল মহারাষ্ট্রের কৃষকরা। আগামী ২১ ডিসেম্বর মহারাষ্ট্রের নাসিক থেকে ৩ হাজারেরও বেশি কৃষক দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে শুক্রবার জানিয়ছে অল ইন্ডিয়া কিসান সভা (এআইকেএস)।

যাত্রা শুরুর আগে নাসিকে জনসভা করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা হাজির হবেন সেখানে। জনসভা শেষে মিছিল শুরু হবে কৃষকদের। টেম্পো, বাস, গাড়ি লরি করে যাওয়া হবে বলে জানিয়েছেন ধাওলে। প্রায় ১৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে মহারাষ্ট্র থেকে দিল্লির আন্দোলনে যোগ দিতে যাবেন কৃষকরা।

এআইকেএস নেতা অশোক ধাওলে সংবাদ সংস্থাকে জানান, পায়ে হেঁটে নয়, গাড়ি নিয়েই দিল্লিতে যাবেন তাঁরা। অশোক বলেন, “প্রথমে আমরা মধ্যপ্রদেশ যাব। সেখান থেকে রাজস্থান। তার পর সেখান থেকে হরিয়ানার সীমানায় যাব।” সেখান থেকে দিল্লিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। তিনি আরো জানান “এই যাত্রাপথে বিভিন্ন জায়গায় মিটিং-মিছিল এবং সমাবেশের আয়োজন করা হবে । অনেক রাজনৈতিক দলও আমাদের সমর্থন জানিয়েছে।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর