Mamata Banerjee 'বিজেপি হিন্দু ভোট নেবে, ওরা নেবে সংখ্যালঘু ভোট। আর আমি কি কাঁচকলা খাব!,' আসাউদ্দিন ওয়াইসির দল মিমকে আক্রমন মমতার - Bangla Hunt

Mamata Banerjee ‘বিজেপি হিন্দু ভোট নেবে, ওরা নেবে সংখ্যালঘু ভোট। আর আমি কি কাঁচকলা খাব!,’ আসাউদ্দিন ওয়াইসির দল মিমকে আক্রমন মমতার

By Bangla Hunt Desk - December 15, 2020

বাংলা হান্ট ডেস্ক ;  নাম না করে এবার আসাউদ্দিন ওয়াইসির দল মিমকে কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বলেন ‘বিজেপি হিন্দু ভোট নেবে, ওরা নেবে সংখ্যালঘু ভোট। আর আমব কি কাঁচকলা খাব।’

মঙ্গলবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল নেত্রী বলেন, ‘হায়দ্রাবাদের এক পার্টি কে ধরে এনেছে, বিজেপি ওদের পয়সা দেয়। বিজেপি হিন্দু ভোট নেবে, ওরা নেবে সংখ্যালঘু ভোট। আর আমি কি কাঁচকলা খাব!

এদিন তৃণমূল নেত্রী আরো বলেন ‘ ওরা ( বিজেপি) ভয় পেয়েছে বলেই মিথ্যে কথা বলছে। ভয় পেয়েছে বলেই বোম পিস্তল নিয়ে মিছিল করছে। তিনি বলেন, নিচুস্তরের তৃণমূল কর্মীরা এ দলের সম্পদ। আগামী দিনে তৃণমূলই গোটা দেশকে পথ দেখাবে।’

এদিন তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, বাংলাকে গুজরাট বানাতে দেব না’ বাংলার মেরুদন্ড ভাঙ্গতে দেবো না। কবিগুরুর জন-গণ-মনো ( জাতীয় সংগীত) পাল্টে দেখুন না কী হয়! বাংলায় বহিরাগত গুন্ডাদের ঢুকিয়েছেন। সামলাতে পারবেন তো!

রাজ্যের তিন আইপিএস কে কেন্দ্রের তলব করা ইস্যুতে সরব হন মমতা। বলেন, কেন্দ্রের এক্তিয়ার নেই, তাও রাজ্যের পুলিশ কে ডাকছে। কনভয়ের ৫০টি গাড়ির পেছনে কেন ৫০ টি গাড়ি’। তৃণমূল নেত্রী’ আরও বলেন, কেন জেল ফেরত আসামিরা কনভয়ে থাকবে? যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ছিল তারা কেন থাকবে? মানুষ এদের দেখলে রেগে যায়।’ মুখ্যমন্ত্রী এদিন মনে করিয়ে দেন, যে ক্ষমতায় থাকে সে চেষ্টা করে কাজ করার। আর যে ক্ষমতায় থাকে না সে শুধু মিথ্যে কথা বলে। ক্ষমতায় না থাকলে বাইরের গুন্ডা এনে ক্ষমতা দখল করা যায় না।

শুধু বিজেপি নয় এ দিন কংগ্রেস বামেদের কটাক্ষ করেন মমতা, ‘ বলেন এর আগে তিন দলকে বলতাম জগাই মাধাই গদাই। ওই তিন দল এখন অংঙ্কা বঙ্কা শঙ্কা।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর