সরকারের সাফল্যের ১০ বছরের খতিয়ান তুলে ধরতে হবিপুর ব্লকে শুরু হল 'বঙ্গধ্বনি যাত্রা' - Bangla Hunt

সরকারের সাফল্যের ১০ বছরের খতিয়ান তুলে ধরতে হবিপুর ব্লকে শুরু হল ‘বঙ্গধ্বনি যাত্রা’

By Bangla Hunt Desk - December 11, 2020

মালদাঃ-৷ রাজ্যের প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের বিগত ১০ বছরের সাফল্যের খতিয়ান রিপোর্ট কার্ডের মাধ্যমে তুলে ধরতে ‘বঙ্গধ্বনি যাত্রা’ নামে নতুন একটি প্রচার অভিযানের সূচনা করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার ১১ডিসেম্বর রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রেই একটি করে মিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০২১ বিধানসভা ভোট শুরু হতে আর কয়েক মাস। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন দল সরগরম। কেন্দ্র সরকারের কৃষি বিল নিয়ে উত্তাল গোটা দেশ। মোদী সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন দেশের সমস্ত বিরোধী দল গুলি। তাই এরাজ্যে কেন্দ্র সরকারের কালা কৃষি বিলের প্রত্যাহারের দাবিতে পথে নেমেছে শাসক দল। গোটা রাজ্যের পাশাপাশি জেলার প্রতিটি ব্লকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভ। তাই এদিন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও বঙ্গধ্বনি যাত্রা করা হয়। কৃষি আইন প্রত্যাহারের দাবিতেও বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভ করা হয়। এদিন হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ বিক্ষোভ মিছিল ও বঙ্গ ধ্বনি যাত্রা হবিবপুর রাইসমিল হাট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি গোটা হবিবপুর এলাকা পরিক্রমা করে হবিবপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।সেখানে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।কেন্দ্র সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এদিন এই বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভ করা হয়। এদিন এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন হবিবপুর বিধান সভার কো অডিনেটার, দুলাল সরকার, হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মিশ্র, মালদা জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের সভাপতি চুনিয়া মুর্মু, ব্লকের যুব সভাপতি সৌগত সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ তৃনমুল কংগ্রেসের কর্মীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর