মালদা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে মাদক বিরোধী অভিযানে পথে নামল প্রশাসন - Bangla Hunt

মালদা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে মাদক বিরোধী অভিযানে পথে নামল প্রশাসন

By Bangla Hunt Desk - December 07, 2020

মালদাঃ- সোমবার মালদা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতির পক্ষ থেকে তামাক ও মাদক বিরোধী অভিযানে নামে প্রশাসন। মূলত মানুষকে সচেতন করতে, তামাক মুক্ত মালদা গড়ার অঙ্গিকার নিয়ে এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পথে নামে হবিবপুর ব্লক পুলিশ প্রশাসন। মালদা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতির তরফে বার্তা দেওয়া হয় ক্ষতিকর নেশা এবার ছাড়তে হবে। যাঁরা এ সব মাদকদ্রব্য বিক্রি করেন, তাঁদেরও এই সব বিক্রি বন্ধ করতে হবে।

এই রালিটি বুলবুলচন্ডী আরএনরায় গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক ধরে বুলবুলচন্ডী অঞ্চলের বিভিন্ন অঞ্চলে সচেতন মূলক বার্তা দেওয়া হয় এবং দোকানে গুলিতেও তামাক জাতীয় দ্রব্য যাতে না রাখে সে বিষয় দোকানদার ও বিক্রেতাদের সচেতন করা হয়। এরপর র‍্যালিটি পৌঁছায় হবিবপুরের বিডিও অফিসের সমনে। সেখানে উপস্থিত ছিলেন পি প্রমোথ (IAS), এছাড়াও বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ পুনিতা সাহা, হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জী সহ অন্যান্য আধিকারিকরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর