আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ - Bangla Hunt

আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ

By Bangla Hunt Desk - December 07, 2020

মালদা: একাধিক আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। রবিবার রাতে মালদার অমৃতি রাজ্য সড়কে গীতা মোড় এলাকায় নাকা পয়েন্ট কর্তব্যরত পুলিশ কর্মীরা একটি মোটর বাইক আটক করে । মোটরবাইকে থাকা দুই যুবককে ধরে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আধুনিক মানের আগ্নেয়াস্ত্র। তড়িঘড়ি দুই ব্যক্তি কে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর,ধৃতরা হলেন মনিরুল হক ও নিয়ামত আলী। দুজনেই মালদার ভুতনি থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল,দুটি পাইপগান ও চার রাউন্ড গুলি ও একটি মোটর বাইক আটক করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসৎ কাজের উদ্দেশ্যে, কিংবা হাতবদলের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র-গুলি কালিয়াচক এর দিকে নিয়ে যাচ্ছিল ধৃতরা। সোমবার ধৃতদের আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর