সন্তান প্রসবের ১ ঘন্টার পরে সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা দিলেন মা - Bangla Hunt

সন্তান প্রসবের ১ ঘন্টার পরে সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা দিলেন মা

By Bangla Hunt Desk - October 12, 2020

দেবাশীষ পাল, মালদাঃ- সন্তান প্রসবের ১ ঘন্টার পরে হাসপাতালে বেডে বসে সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা দিলেন মা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে।

এক অদ্ভুত ঘটনা, কথায় আছে মনে বল আর শক্তি থাকলে কেউ হারমানাতে পারে না। এমনি এক ঘটনার সাক্ষী বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে চিকিৎসকরা। বি,এ তৃতীয় বর্ষের ছাত্রী সনোকা সরকার(২১) স্বামী বিষ্ণু সরকার বাড়ি হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সীনগর এলাকায় বাসিন্দা। গতকাল রবিবার রাতে সনোকা সরকার প্রসব যন্ত্রনায় ভর্তি হয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। এদিন সোমবার ছিল তার বি এ, তৃতীয় বর্ষের পরীক্ষা। গতকাল প্রসব যন্ত্রনায় হসপিটালের ভর্তির পরে আজ সকালে আটটা নাগাদ সন্তান প্রসব করে সনোকা। তার এক ঘন্টা পরে তৃতীয় বর্ষের পরীক্ষা, তাই সন্তানকে কোলে নিয়েই হার না মেনে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিলেন সনোকা সরকার। তার এই পরীক্ষা দেওয়া দেখে বুলবুলচন্ডী হসপিটালের ডাক্তার থেকে নার্স সহ হসপিটালের থাকা কর্মী সকলে অবাক।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর