মাছ ধরতে গিয়ে মৃত্যু দুই মৎস্যজীবীর - Bangla Hunt

মাছ ধরতে গিয়ে মৃত্যু দুই মৎস্যজীবীর

By Bangla Hunt Desk - October 04, 2020

মালদাঃ– মাছ ধরতে গিয়ে মৃত ২ মৎস্যজীবী, ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি এলাকায়। এলাকা সুত্রে জানাযায়, গত শনিবার বেলা দুটো নাগাদ এলাকায় দুই মৎস্যজীবী প্রতিদিনের মতো এদিনও দুপুর বেলা বেরিয়েছিলেন মাছ ধরতে। এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে রয়েছে রামডোল নামে এক বিলে। সেখানেই দুই মৎস্যজীবী মাছ ধরার সময় বন্যা জল বাড়তে ইলেকট্রিক তার নিচু হয়ে গিয়েছে, তার দেখতে না পেয়ে হয় তো শক খেয়ে মারা যায়। ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মত্ব বিএসএফ জওয়ান হঠাৎই বিকেল চারটা টা নাগাদ দেখে বিলের মধ্যে এক নৌকাতে থাকা দুই মৎস্যজীবী ইলেকট্রিক শক খেয়ে পরে রয়েছে জলের মধ্যে। তড়িঘড়ি তার ক্যাম্পে ফোন করে সেখান থেকে অরো জওয়ান ছুটে আসে সেখানে ইলেকট্রনিক অফিসে ফোন করে ইলেকট্রনিক সার্ভিস অফ করে দেহটি উদ্ধার করার চেষ্টা করে। খবর দেওয়া হয় হবিবপুর থানায় খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ছুটে আসে বিএসএফ হবিবপুর থানার পুলিশ যৌথ উদ্যোগ সহ এলাকার বাসিন্দা সহ যোগিতায় ডুবুরি নামিয়ে ওই দেহটি দুটি উদ্ধার করার চেষ্টা করা হয়। গত শনিবার সন্ধ্যা নেমে পড়েতেই দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ রবিবার সকাল বেলা আবার শুরু হয় দেহ উদ্ধার কাজ অনেক চেষ্টা করার পরে প্রায় আটটা নাগাদ দেহদুটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় দুই জনের নাম রাম বিলাস চৌধুরী(৩৯) অপর জনের নাম যাদব হালদার(৪০) পেশায় দুজনে মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্ভর করে কলায়বাড়ি এলাকায় তাদের বাড়ি মৃতদেহটি উদ্ধার করে বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর