BREAKING; প্রয়াত স্বামী অগ্নিবেশ - Bangla Hunt

BREAKING; প্রয়াত স্বামী অগ্নিবেশ

By Bangla Hunt Desk - September 11, 2020

প্রয়াত হলেন বিশিষ্ট সমাজসেবী স্বামী অগ্নিবেশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিশিষ্ট সমাজসেবীর পাশাপাশি তিনি ছিলেন একজন আর্য নেতা।

সূত্রের খবর, লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থা অবনতির কারণে মঙ্গলবার তাকে দিল্লি ইনস্টিটিউট অফ লিভার এন্ড বিলিয়ারি সায়েন্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ তার মাল্টি অর্গান ফেল করায় মৃত্যু হয়।

হাসপাতালের এক মুখপাত্র জানান, স্বামী অগ্নিবেশের যকৃতের সমস্যা ছিল৷ পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ শরীরের কিছু অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল৷

আরো পড়ুন- পুজোর আগেই কি চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা? জানালেন দক্ষিণ-পূর্ব রেলের জিএম

অন্ধ্রপ্রদেশের ব্রাহ্মণ পরিবারে জন্ম তাঁর। ১৯৭০ সাল নাগাদ আর্য সভা নামে একটি রাজনৈতিক দল গঠন করে স্বামী অগ্নিবেশ। ১৯৭৭ সালে হরিয়ানা বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। বিজেপি তথা কট্টর হিন্দুত্ববাদের বড় সমালোচক ছিলেন অগ্নিবেশ। যার জেরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষযাত্রায় গিয়ে কট্টরপন্থীদের হাতে আক্রান্তও হয়েছিলেন তিনি। সেখানে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাঁর উপর চড়াও হয় হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন সদস্য। এমনকি ২০১১ সালে সমাজকর্মী আন্না হাজারের পাশে দাঁড়িয়ে লোকপালের দাবিতে কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্দোলনেও নেমেছিলেন তিনি। কিন্তু মনমোহন সরকারের মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ জারি রাখার জন্য রাজনৈতিক চাপে পড়ে আন্দোলন থেকে সরে আসেন তিনি। মেয়ে–ভ্রুণ হত্যা এবং নারী মুক্তি সহ বহু আন্দোলনে সামিল ছিলেন স্বামী অগ্নিবেশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর