লকডাউনের দিনে বিজেপির মহিলা কর্মীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল এসএসকেএমে - Bangla Hunt

লকডাউনের দিনে বিজেপির মহিলা কর্মীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল এসএসকেএমে

By Bangla Hunt Desk - September 07, 2020

সেপ্টেম্বরের প্রথম লকডাউনের দিন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে চলল গুলি। গুলিতে জখম হলেন বিজেপি মহিলা কর্মী রাধারানী নস্কর (৩২)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, এদিন সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী পঞ্চানন নস্কর রাধারাণী কে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাধারানী। তারপরেই পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বিজেপি কর্মীরা জানিয়েছেন, ওই এলাকায় তাদের সংগঠন মজবুত হয়েছিল। তাতেই ভয় পেয়ে তৃণমূল এই হামলা চালিয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও রাজনৈতিক কারণে না অন্য কোন কারণে গুলি চলেছে তা খতিয়ে দেখছে রঘুনাথ থানার পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর