মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভা এলাকাতে প্রকাশ্য দিবালোকে চললো গুলি - Bangla Hunt

মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভা এলাকাতে প্রকাশ্য দিবালোকে চললো গুলি

By Bangla Hunt Desk - August 30, 2020

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার ডোমকলে চললো প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে দাপাদাপি এবং গুলি । দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় । যদিও স্থানীয় মানুষের বক্তব্য তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার রঘুনাথপুর মোড়ে । ঘটনায় গুলি লেগে জখম ১ ব্যাক্তি । জখম ব্যক্তিকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর এলাকায় প্রচন্ড হারে বোমাবাজি ঘটে। এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি । ঘটনাস্থলের ডোমকল সাব ডিভিশন পুলিশ আধিকারিক মোহাম্মদ ফারুক চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি । এলাকায় বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । ডোমকল পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আতঙ্কিত পৌরবাসিন্দারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর