স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ , ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় - Bangla Hunt

স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ , ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

By Bangla Hunt Desk - August 29, 2020

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার বড়ঞা থানার বদুয়া গ্রামে শনিবার দুপুরে স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদের জেরে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বড়ঞা থানার পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম, মমতা বিবি, বয়স ৩০ ।

সাত বছর আগে বিয়ে হয় কান্দী মহকুমার মুনিগ্রামের বাসিন্দা মমতা বিবি সাথে বড়ঞা থানার বদুয়া গ্রামের বাসিন্দা সুফল সেখের সাথে বিয়ে হয়, বর্তমানে তিনটি সন্তান রয়েছে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, স্বামী সুফল সেখ তার বৌদি বোনের সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক লিপ্ত ছিল, এবং সেই ঘটনার প্রতিবাদ করা হয়, পাশাপাশি গৃহবধূর উপর অতিরিক্ত পনের জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ। সেই কারনে শনিবার দুপুরে বড়ঞা থানার মনিগ্রামে শ্বশুরবাড়িতে গৃহবধূর উপর গায়ে কেরোসিন তেল ঢেল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, গুরুতর জখম অবস্থায় কান্দী মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দী মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ও গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার জেরে গ্রেফতার করা হয়নি কাওকে বলে জানিয়েছে বড়ঞা থানার পুলিশ ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর