"শান্তিনিকেতনে পৌষমেলার মাঠে সেক্স রেকেট চলে", অভিযোগ অগ্নিমিত্রা পালের - Bangla Hunt

“শান্তিনিকেতনে পৌষমেলার মাঠে সেক্স রেকেট চলে”, অভিযোগ অগ্নিমিত্রা পালের

By Bangla Hunt Desk - August 28, 2020

বিশ্বভারতীতে প্রাচীর বিতর্ক নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম, ঠিক তখনই আরেকবার বিতর্ক উস্কে দিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল। এদিন শান্তিনিকেতনে পৌষমেলার মাঠ পরিদর্শন করে তিনি বলেন, “পৌষমেলার মাঠে সেক্স রেকেট চলে”। অগ্নিমিত্রা পালের এই বক্তব্যের পরেই তীব্র প্রতিবাদ জানান বিশ্বভারতীর প্রাক্তনী এবং আশ্রমিকরা।

বিশ্বভারতীর প্রাক্তনী এবং আশ্রমিকদের অভিযোগ, শুক্রবার বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পালের সঙ্গে বৈঠক করেন স্বয়ং উপাচার্য। প্রশ্ন উঠছে, বিশ্বভারতীর উপাচার্য রাজনৈতিক দলের একক প্রতিনিধির সঙ্গে এভাবে বৈঠক করতে পারে কি? 

বৈঠকের পর বিশ্বভারতীতে পৌষমেলার মাঠ পরিদর্শন করেন তারা। মাঠ পরিদর্শনের পর বিজেপি মহিলা মোর্চার সভাপতির অগ্নিমিত্রা পালের বক্তব্য , “ এই মাঠে সেক্স রেকেট চলে, তাই এই মেলার মাঠে প্রাচীর দেওয়া প্রয়োজন।“।

অগ্নিমিত্রা পালের এই বক্তব্যের পরেই তীব্র প্রতিবাদ জানান বিশ্বভারতীর প্রাক্তণী এবং আশ্রমিকরা, তাদের অভিযোগ বিশ্বভারতীর ইতিহাসে যা কোনদিন হয়নি তা করে দেখালেন  স্বয়ং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত চক্রবর্তী। তারা আরে জানান,” পৌষমেলার মাঠে সেক্স রেকেট বা অসামাজিক কাজকর্ম হয় এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাইরে থেকে রাজনৈতিক ব্যক্তি এসে বিশ্বভারতীর অভ্যন্তরে নাক গলিয়ে রবীন্দ্রনাথের ঐতিহ্যকে কুলষিত করছেন। মেলার মাঠের ৫০ মিটারের মধ্যে থানা, পাশে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস। সেই জায়গায় এই ধরনের কাজকর্ম চলতে পারে না। আর আমরা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা। আমরা কোনওদিন এসব দেখিনি।“ 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর