গন্ডগোলের জেরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানার আইসির অপসারণের দাবি করলে আদিবাসী সংগঠন - Bangla Hunt

গন্ডগোলের জেরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানার আইসির অপসারণের দাবি করলে আদিবাসী সংগঠন

By Bangla Hunt Desk - August 26, 2020

বালুরঘাট, ২৬ আগষ্ট ; গতকাল বংশীহারি এলাকায় ‘ভারত মাঝি জাকাত’ আদিবাসি সংগঠনের ডাকা সভায় নিজেদের মধ্যে গন্ডোগোলে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বংশীহারি থানার আই সি র অপসারন চেয়ে জেলা পুলিশ সুপারের নিকট দাবি সনদ পেশ করল সংগঠন।আজ দুপুরে বালুরঘাটে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ওই সংগঠনের সদস্যরা তির ধনুক সহ ঢামসা মাদল বাজিয়ে জড় হয়ে গতকালের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে স্লোগান দিতে থাকে। পাশাপাশি এই হানাহানির ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের পাশাপাশি বংশীহারি থানার আই সি র বদলি দাবিতে স্লোগান দিতে থাকে।

প্রসংগত গতকাল আদিবাসী সংগঠনের সভায় নতুন সভাপতিকে দায়িত্ব হস্তান্তর নিয়ে রণক্ষেত্র, হয়ে ওঠে বংশীহারি এলাকা। নতুন সভাপতির উপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালো প্রাক্তন সভাপতির দলবল।এই ঘটনায় বর্তমান সভাপতি সহ ১০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও বর্তমান সভাপতির অভিযোগ পুলিশকে তারা এরকম ঘটনা হতে পারে বলে আগেই আশংকা প্রকাশ করে জানিয়ে দিয়েছিলেন।তবু ঘটনার দীর্ঘ সময় পর এলাকায় পুলিশ পৌঁছানোয় ক্ষোভের সঞ্চার হয় সংগঠনের মধ্যে। তার ফল স্বরুপ আজ বালুরঘাটে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদের জেলা পুলিশ সুপারের নিকট দাবি সনদ পেশ করে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বংশিহারী থানার আই সি র অপসারন চেয়েছেন বলে সংগঠনের তরফে জানান উত্তরবংগের সদস্য বাপি সোরেন। তিনি জানান তারা রাস্তা অবরোধ করে এর প্রতিবাদে সামিল হতে পারতেন কিন্তু তারা গনতন্ত্রে বিশ্বাসি বলে জেলা পুলিশ সুপারের কাছে তদন্ত ও থানার আই সি র বদলি চেয়ে দাবি সনদ আজ পেশ করলাম।এরপরে পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন না করলে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন বলে তিনি জানান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর