মনসা পূজোর প্রসাদ খেয়ে বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু দুই ব্যক্তির - Bangla Hunt

মনসা পূজোর প্রসাদ খেয়ে বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু দুই ব্যক্তির

By Bangla Hunt Desk - August 18, 2020

বালুরঘাট, ১৮আগস্ট – ‌ নেমন্তন্ন খেয়ে বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার তিওর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতদের নাম বিপুল সরকার (৫৫) এবং দীপঙ্কর মহন্ত (৫৫)। বাদামাইল এলাকার বাসিন্দা। ঘটনায় ঘাতক মোটরবাইক চালক সহ বাইকে থাকা এক মহিলা গুরুতর আহত হয়েছেন। বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মনসা পূজা উপলক্ষে বাদামাইল থেকে ত্রিমোহিনী প্রসাদ খেতে গিয়েছিল ওই দুই ব্যক্তি। সন্ধ্যে নাগাদ পায়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন তারা। সেই সময় বালুরঘাট থেকে পাঞ্জুলগামী দ্রুত গতির একটি মোটর বাইক পেছন থেকে তাকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আঘাত লেগে আশঙ্কাজনক হয়ে পড়েন দুই ব্যক্তি। আহত হন মোটরবাইক চালক সহ বাইকের পেছনে থাকা এক মহিলাও। প্রত্যেককেই বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রসাদ খেতে যাওয়া দুই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোটরবাইক চালক সহ এক আরোহী মহিলা।

আরো পড়ুন- বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনার নাম জাড়ালো তৃণমূল বিধায়কের

রঞ্জিত সরকার নামে এক ব্যক্তি জানিয়েছেন, প্রসাদ খেয়ে বাড়ি ফিরছিলেন দীপঙ্কর মহন্ত ও বিপুল সরকার। পেছন থেকে মোটরবাইক তাদের ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে পড়েন তারা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর