জওয়ানদের ওপর হামলার বদলা নিল সেনা, গুলির লড়াই খতম লস্করের শীর্ষ নেতা - Bangla Hunt

জওয়ানদের ওপর হামলার বদলা নিল সেনা, গুলির লড়াই খতম লস্করের শীর্ষ নেতা

By Bangla Hunt Desk - August 17, 2020

শ্রীনগর; সোমবার সকাল থেকেই উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। জম্বু কাশ্মীরের বারামুল্লায় সেনার উপর অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। হামলায় শহীদ হন দুই সিআরপিএফ জওয়ান ও জম্বু কাশ্মীর পুলিশের একজন স্পেশাল অফিসার। এরপরই চম্পট দেয় জঙ্গিরা। জঙ্গিদের খুঁজে চলে তল্লাসি অভিযান। ঘটনার ৮ ঘন্টা পরেই প্রতিশোধ নিলো ভারতীয় সেনাবাহিনী। তল্লাশি অভিযানে পাকিস্তানের লস্কর-ই-তৈবার একজন শীর্ষ নেতাকে খতম করে সেনা। Let কম্যান্ডার সাজ্জাদ ওরফে হায়দারকে খতম করে সেনা।

আরো পড়ুন- মটর ডালের দানার ওপর ৪ মনীষীর ছবি এঁকে “ইন্ডিয়ান বুক অব রেকর্ডস” এ নাম তুললেন ধুপগুড়ির ছাত্রী

এদিন সকালে নাকা চেকিংয়ের সময় সেনার উপর হামলা চালায় জঙ্গিরা। অতর্কিত ওই হামলায় দুই সিআরপিএফ জওয়ান এবং এক স্পেশাল পুলিশ অফিসার শহীদ হন। এরপর বারামুলার করিরি এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। হামলাকারীদের পাকড়াও করতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয় দুই জঙ্গি। জানা গিয়েছে, মৃত জঙ্গিদের মধ্যে একজন লস্কর-ই-তৈবার শীর্ষ স্থানীয় কমান্ডার সাজ্জাদ ওরফে হায়দার।

আরো পড়ুন- বিশ্বভারতীতে পাঁচিল ভাঙার ঘটনায় রাজনৈতিক মদত রয়েছে, ঘটনা পূর্বপরিকল্পিত, সরব রাজ্যপাল

কাশ্মীর পুলিশের আধিকারিক বিজয় কুমার জানিয়েছেন “নিহত জঙ্গিদের কাছ থেকে একটি একে৪৭ রাইফেল এবং দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পলাতক তৃতীয় জঙ্গির খোঁজ চলছে”।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর