গভীর কোমায় আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায়, রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে - Bangla Hunt

গভীর কোমায় আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায়, রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে

By Bangla Hunt Desk - August 13, 2020

বাংলা হান্ট ডেস্ক ; গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এখনো তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। আপাতত ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। তবে কোমা পরিস্থিতি থাকলো তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল কতৃপক্ষ।

এর আগে মাথায় আঘাত লাগার কারণে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কে। মাথায় আঘাত লাগার কারণে রক্ত জমাট বেধে যায়। তারপরে অস্ত্রোপচার করা হয় তার। কিন্তু বিপদ এখনো কাটেনি। এখনো পর্যন্ত কোমায় আচ্ছন্ন রয়েছেন তিনি। আপাতত তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মাথায় আঘাত লাগার পাশপাশি করোনাতে আক্রান্ত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালেই সোশ্যাল মিডিয়ার প্রণব বাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। তবে সেই খবর গুজব বলে উড়িয়ে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ ও তার মেয়ের শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিত এ দিন বলেন ” আমার বাবা এখনো জীবিত আছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে”। প্রণব মুখোপাধ্যায়ের কন্যা বলেন ” আমার বাবাকে নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা ভুয়ো।

পরে হাসপাতালের তরফে বৃহস্পতিবার সকালে এক মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন তিনি। আপাতত ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর