জঙ্গলমহলে মাস্টার স্ট্রোক মমতার, দিকে দিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান - Bangla Hunt

জঙ্গলমহলে মাস্টার স্ট্রোক মমতার, দিকে দিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

By Bangla Hunt Desk - July 25, 2020

বাংলাহান্ট ডেস্ক ; জঙ্গলমহলে হারানো ছবি ফিরে পেতে মাস্টার স্ট্রোক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের পর ২০২১ শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের রদবদল করেছেন মমতা। এই রদবদলে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন জঙ্গলমহলকে। তিনি জঙ্গলমহলের দায়িত্ব দিয়েছেন ছত্রধর মাহাতোকে। ছত্রধর মাহাতোকে দিয়েই জঙ্গলমহলে হারানো জমি ফিরে পেতে চাইছে তৃণমূল। দায়িত্ব পেয়ে ছত্রধর মাহাতোর দলকে শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছে। জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান শুরু হয়েছে।

বিগত লোকসভা নির্বাচনে বিজেপির কাছে জঙ্গলমহলে হারতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। এবার সেই হারানো জমি ফিরে পেতে চাইছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতোকে রাজ্য কমিটি এনে মাস্টার স্ট্রোক দিয়েছে মমতা। আগামী দিনে ছত্রধর মাহাতোকে দিয়েই জঙ্গলমহল শক্তি বাড়ানোর চেষ্টা করছেন।

একুশে জুলাই গড়বেতায় তৃণমূলের শহীদ দিবসকে কেন্দ্র করে শহীদ বেদি ভাঙার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ছেঁড়া হয় তৃণমূলের পতাকা। তারই প্রতিবাদে বিধায়ক আশিস চক্রবর্তীর নেতৃত্বে সভা হয়। সেই সভায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে। আশিস চক্রবর্ত্তী তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। বিজেপির শতাধিক কর্মীকে দলে ফিরিয়ে বিধায়ক আশিস চক্রবর্তী জানান ২০২১ এর লড়াইয়ের জন্য আমরা সঙ্গবদ্ধ হচ্ছে। আগামী আরো এরকম যোগদান কর্মসূচি চলবে। এই যোগদান আগামী দিনে তৃণমূলকে আরও শক্তিশালী করবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর