ভারতে শুরু হলো করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল - Bangla Hunt

ভারতে শুরু হলো করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল

By Bangla Hunt Desk - July 24, 2020

বাংলাহান্ট ডেস্ক ; অবশেষে ভারতে তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গেল। প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল। এবার প্রথম এক ব্যক্তির শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হলো। দিল্লির এইমস হাসপাতালে এই ভ্যাকসিন দেওয়া হয়। এ দিন থেকেই মানব শরীরে কো-ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়ে গেল।

প্রথম দফায় এক ব্যক্তির শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়, তারপর শুক্রবার রাজধানীর এইমসের হাসপাতালে আরো পাঁচজন স্বেচ্ছাসেবকের ওপরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এখনো পর্যন্ত তাদের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তবে আগামী সাত দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে এমস কর্তৃপক্ষ।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এর সঙ্গে গাঁটছড়া বেঁধে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটিক এই ভ্যাকসিন তৈরি করেছে। এই ভ্যাকসিন মানব শরীরে প্রয়োগের জন্য দেশজুড়ে প্রায় সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবক নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাদের মধ্যে কমপক্ষে ২২ জন স্ক্রীনিং চলছে। এদের মধ্যে কিডনি, হার্ট, লিভার ও রক্তের কোন সমস্যা নেই এমন ৩০ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিদের বাছাই করা হচ্ছে।

প্রথম দফায় ১০০ জন সুস্থ এবং স্বাস্থ্যবান ব্যক্তির উপরে এই ভ্যাকসিন প্রয়োগের করা হবে। তারপর ফলাফল খতিয়ে দেখবে হাসপাতালে এথিক্স কমিটি। সুরক্ষা সংক্রান্ত মানদন্ড উতরে গেলে তার পরই ভ্যাকসিন অন্যদের উপর প্রয়োগ করা হবে বলে জানিয়েছে এইমসে কো-ভ্যাকসিনের ট্রায়ালের নেতৃত্বে থাকা কমিউনিটি মেডিসিনের ডক্টর সঞ্জয় রায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর