কিং কোবরার মুখোমুখি হয়ে বরাত জোরে প্রাণে বাঁচলেন চা চাষি - Bangla Hunt

কিং কোবরার মুখোমুখি হয়ে বরাত জোরে প্রাণে বাঁচলেন চা চাষি

By Bangla Hunt Desk - July 22, 2020

রামশাই ২২ জুলাই ; চা বাগানে বিশালাকার কিং কোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের গরুমারা জঙ্গল লাগোয়া রামশাই গ্রাম পঞ্চায়েতের একটি চা বাগানে। চা বাগান থেকে উদ্ধার হয় বিশালাকৃতির কিং কোবরাটি।

কিং কোবরার মুখোমুখি হয়ে বরাত জোড়ে প্রানে বেঁচে গেলেন দেবেন বাবু।

বুধবার সকালে ময়নাগুড়ি রামশাই এলাকায় চড়াইমোহোন গ্রামে নিজের ক্ষুদ্র চা বাগানে চা পাতা তুলছিলেন দেবেন রায়।

আচমকাই লক্ষ করেন চা গাছের ঝোপ থেকে ফনা উচিয়ে তার দিকে তেড়ে আসছে একটি প্রায় ১১ থেকে ১২ ফুট লম্বা বিশাল কিং কোবরা। এরপর তার পিঠে থাকা চা পাতা বোঝাই ব্যাগ ফেলে চিতকার করতে করতে এক ছুটে বাগান ছেড়ে পালান তিনি।

তার চিতকার শুনে ছুটে আসে এলাকার বাসিন্দারা। সাপের কথা শুনে খবর দেয় গরুমারার রামশাই রেঞ্জ অফিসের মোবাইল টিমকে।

বনকর্মী দের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় অবশেষে কিং কোবরাকে উদ্ধার করেন তারা। এরপর তাকে খাঁচা বন্দী করে নিয়ে যাওয়া হয় গরুমারায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর