'সরকার ক্ষমতায় ফিরলে সারাজীবন ফ্রিতে রেশন', ২১ শের মঞ্চ থেকে বললেন তৃণমূল নেত্রী - Bangla Hunt

‘সরকার ক্ষমতায় ফিরলে সারাজীবন ফ্রিতে রেশন’, ২১ শের মঞ্চ থেকে বললেন তৃণমূল নেত্রী

By Bangla Hunt Desk - July 21, 2020

‘সরকার ক্ষমতায় থাকলে সারাজীবন ফ্রি তে রেশন’ একুশে জুলাই এর মঞ্চ থেকে এমনটাই বললেন তৃণমূল নেত্রী।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘ এমন রাজ্য সরকার কোথায় পাবেন, যেখানে করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন ঘোষণা হওয়ার আগেই বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। তারপর আগামী ২১ শে মে পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা কথা বলেছি। আর আজ বলছি আমাদের সরকার ক্ষমতায় থাকলে সারা জীবন ফ্রিতে রেশন পাবেন বাংলার মানুষ’। তিনি আরো বলেন অন্য জায়গা থেকে উপার্জন করবো আর সেই আয় আমি ভাগ করে দেবো গরীব মানুষের মধ্যে। এটাই পশ্চিমবঙ্গ সরকারের নীতি আদর্শ।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন রাজ্যের ৬ কোটি মানুষকে রেশন দিচ্ছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গ সরকার আরো খরচ করে ৮ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। এমনিতেই রাজ্যে ২ টাকা কেজি দরে চাল দেওয়ার যোজনা তথা খাদ্য সাথী প্রকল্প মা মাটি সরকারের বড় সাফল্য বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বিজেপির অবশ্য দাবি ২ টাকা কেজি দরে চাল দেওয়ার কৃতিত্ব কেন্দ্রেরই। কারণ ভর্তুকি সিংহভাগ টাকায় কেন্দ্র সরকার দেয়। যাইহোক ২১ শে জুলাই এর মঞ্চ থেকে নেত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর