৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৬ জিবি RAM, ভারতের বাজারে বিক্রির অপেক্ষায় Samsung Galaxy M31s - Bangla Hunt

৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৬ জিবি RAM, ভারতের বাজারে বিক্রির অপেক্ষায় Samsung Galaxy M31s

By Bangla Hunt Desk - July 19, 2020

ভারতের বাজারে ‘M’ সিরিজের আরও একটি মোবাইল ফোন ( Samsung Galaxy M31s ) নিয়ে এল Samsung। দুর্দান্ত স্টাইলিশ লুক, একাধিক আকর্ষণীয় ফিচারের এই ফোনটি আগামী ৬ অগাষ্ট ভারতে বিক্রি শুরু হবে। মিডরেঞ্জের এই ফোনে ৬ জিবি RAM, ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সহ একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে।

এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy M31s-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম

১) Samsung Galaxy M31s স্মার্টফোনের দাম শুরু হতে পারে ১৬,৪৯৯ টাকা থেকে। ৬ অগাষ্ট ভারতে বিক্রি শুরু হবে Samsung Galaxy M31s।

২) এই স্মার্টফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির এইচডি (HD) প্লাস সুপার AMOLED ডিসপ্লে। হ্যান্ডসেটের পিছনের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৩) এই ফোনে রয়েছে ৬,০০০ mAh-এর নন-রিমুভেবল ব্যাটারি।

৪) এই ফোনে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম, Octa-core প্রসেসর আর Exynos 9611 (10nm) চিপসেট।

৫) এই ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা। যার মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফির জন্য এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সলের ক্যামেরা।

৬) এই ফোনে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম, Octa-core প্রসেসর আর Exynos 9611 (10nm) চিপসেট।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর