নতুন করে সংক্রামন বাড়ায় দুশ্চিন্তা বাড়ল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের - Bangla Hunt

নতুন করে সংক্রামন বাড়ায় দুশ্চিন্তা বাড়ল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের

By Bangla Hunt Desk - July 19, 2020

বালুরঘাট, ১৯জুলাই ; গতকালের ১২১ এর পর আজ নতুন করে ৫৯ জনের রিপোর্টে র্পজিটিভের হদিস মিলল দক্ষিন দিনাজপুরে। লকডাউন চললেও করোনার সক্রমন বাড়ছে দক্ষিণ দিনাজপুর জেলায়। দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দুশ্চিন্তায় জেলাবাসী। রবিবার ফের নতুন করে ৫৯ জনের শরীরে মিলল করোনার হদিস। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩১ জন। যদিও ইতিমধ্যে ৩২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।মালদা মেডিক্যাল থেকে আসা করোনা পজিটিভের তালিকায় বালুরঘাটের শহর এলাকাতেই শুধুমাত্র ১৭ জন আক্রান্ত হয়েছে বলে সুত্রের খবর। শহরের গীতাঞ্জলি এলাকায় ২ জন, চকভৃগুতে ২, দিশারীতে ২, বিশ্বাসপাড়ায়, ব্রতী সংঘ এলাকায়, বুড়াকালীতলায়, বেলতলাপার্ক, ছিন্নমস্তা, বঙ্গী, নামাবঙ্গী, কুণ্ডুকলোনি এবং নারায়নপুরে একজন করে কোরোনা আক্রান্ত হয়েছে বলে খবর। অন্যদিকে বালুরঘাট গ্রামীণ এলাকা খিদিরপুরে ৩, বাদামাইলে ১ ও পতিরামে একজনের শরীরে মিলেছে কোরোনার হদিস।এদিকে কোরোনায় আক্রান্ত হয়ে বালুরঘাট শহরে দু’জনের মৃত্যু হয়েছে। অপর দু’জনের মৃত্যু হয়েছে কলকাতায় বলে সূত্রের খবর।করোনা যে ধীরে ধীরে গোষ্ঠী সংক্রমনের দিকে এগোচ্ছে এমন ঘটনা সেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। লকডাউন চললেও প্রচুর ছাড় দেওয়াই এমন বিপদ বাড়ছে বলে মনে করা হচ্ছে। যদিও মৃত বা নতুন ভাবে আক্রান্তদের বিষয়ে কোন রকম মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য দপ্তরে আধিকারিকরা।

এদিকে শনিবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পাঠানো সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী জেলার ৫৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। যাদের মধ্যে বালুরঘাট ব্লকে ২২ জন, কুমারগঞ্জের ১৫, গঙ্গারামপুরে ৮, কুশমণ্ডি ব্লকে ৪, বংশীহারীতে ৮, তপন ১ জন এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একজনের নাম দক্ষিণ দিনাজপুরের লিস্টে রয়েছে।নতুন করে জেলায় লকডাউন বাড়ানোর পরেও এমন খবর সামনে আসায় দুশ্চিন্তায় জেলা প্রশাসন থেকে সাধারণ মানুষ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর