আমফান পরবর্তী অবস্থা ও করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন জ্যোতিপ্রিয় মল্লিক - Bangla Hunt

আমফান পরবর্তী অবস্থা ও করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন জ্যোতিপ্রিয় মল্লিক

By Bangla Hunt Desk - July 14, 2020

বাপ্পাই দত্ত :- মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ভিডিও কনফারেন্স করলেন স্বরূপনগরে ১০ টি অঞ্চল ও দেগঙ্গা ১৩ টি অঞ্চলের অঞ্চল প্রধান, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিধায়কদের নিয়ে। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিনা মন্ডল, সহ- সভাধিপতি কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায়, জেলার কার্যকরী সভাপতি নারায়ন গোস্বামী এবং যুব সভাপতি পার্থ ভৌমিক।

এই ভিডিও কনফারেন্সের আলোচনার বিষয় ছিল উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত স্বরূপনগর ও দেগঙ্গায় আমফান ঝড়ের ক্ষতিপূরণের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা। সূত্রের খবর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্তমান করোনা পরিস্থিতি ও আমফানের ক্ষয়ক্ষতি নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর সঙ্গে আলোচনা করেন। সেই আলোচনায় জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে দলমত নির্বিশেষে রাজ্যের প্রতিটি দুর্গত মানুষের পাশে থাকতে নির্দেশ দেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর