রাজ্যে দিনে লক্ষাধিক করোনার নমুনা পরীক্ষা করতে ৮ টি বিশেষ যন্ত্র আনছে রাজ্য সরকার - Bangla Hunt

রাজ্যে দিনে লক্ষাধিক করোনার নমুনা পরীক্ষা করতে ৮ টি বিশেষ যন্ত্র আনছে রাজ্য সরকার

By Bangla Hunt Desk - July 11, 2020

ভারতের প্রতিটি রাজ্যেই প্রথম থেকেই পর্যাপ্ত পরিমাণ করোনাভাইরাস এর নমুনা পরীক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ উঠছে। এই রাজ্যেও দিনে ১০ থেকে ২০ হাজার লালা রসের নমুনা পরীক্ষা করা হতো । আর সেই নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। গ্রহণ করল বিকল্প ব্যবস্থা। রাজ্য সরকার সুইডেন থেকে করোনাভাইরাস এর নমুনা পরীক্ষা করার জন্য ৮টি বিশেষ যন্ত্র আনছে।রাজ্য সরকার যন্ত্রগুলি সম্পূর্ণ নিজের খরচে কিনে আনছে।

এই কোভিড নমুনা পরীক্ষাকারী বিশেষ যন্ত্রের নাম কোবাস কিট যন্ত্র। একটি কোবাস কিট যন্ত্র ৬ ঘন্টায় প্রায় ১২ হাজার ব্যক্তির লালা রস পরীক্ষা করতে সক্ষম। তাই রাজ্যে এই বিশেষ আটটি যন্ত্র চলে আসলে দিনে প্রায় ১ লক্ষ ব্যক্তির লালা রস পরীক্ষা করা সম্ভব। এই যন্ত্র চলে আসলে রাজ্য সরকারের কোভিড পরীক্ষার খরচ অনেক কমে যাবে।

আগে আরটিপিসিআর পদ্ধতিতে দিনে দশ হাজার মানুষের লালারস পরীক্ষার জন্য রাজ্য সরকারের গড়ে আড়াই কোটি টাকা খরচ হতো। একটি কোবাস কিট যন্ত্রের গড়ে দাম দেড় লক্ষ টাকা , আমদানি শুল্ক ও অন্যান্য খরচ মিলিয়ে যন্ত্রটির দাম পড়বে প্রায় দুই লক্ষ টাকা। এতে রাজ্য সরকারের লাভ বলে ক্ষতি নেই।

প্রথমে কলকাতা ও উত্তরবঙ্গের সরকারি হাসপাতাল ও ল্যাবরেটরীতে এই যন্ত্রটি দেওয়া হবে পরে প্রয়োজন মত আরো কিছু যন্ত্র আনবে রাজ্য সরকার। জুলাই মাসেই এই যন্ত্রের মাধ্যমে নমুনা পরীক্ষা শুরু করা হবে। নাইসেড ও স্বাস্থ্য দপ্তর একযোগে কাজটা করবে। আপাতত আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকায় সমুদ্রপথে সুইডেন থেকে কলকাতায় পাড়ি দিয়েছে কোবাস কিট যন্ত্র। ভারতের সব প্রদেশের মধ্যে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করার জন্য এই ধরনের আধুনিক যন্ত্রের ব্যবহার হবে। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে নমুনা পরীক্ষায় অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ এগিয়ে থাকবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর