ব্যাপক দুর্নীতির অভিযোগ, কেন্দ্র সরকার গান্ধী পরিবারের ৩টি ট্রাস্টের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করল! - Bangla Hunt

ব্যাপক দুর্নীতির অভিযোগ, কেন্দ্র সরকার গান্ধী পরিবারের ৩টি ট্রাস্টের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করল!

By Bangla Hunt Desk - July 08, 2020

করোনা, লাদাখ এবং জ্বালানি মূল্যবৃদ্ধির অভিযোগে একের পর এক বিজেপিকে আক্রমণ চালিয়েছে কংগ্রেস তথা গান্ধী পরিবারের বর্তমান সদস্যরা। গত কয়েক মাস ধরে একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে নিশানা করে সমালোচনা করেন রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী। বিজেপি পার্টির সাথে চীনের কমিউনিস্ট পার্টির আঁতাত সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করে কংগ্রেস।

তার মধ্যেই এবার কেন্দ্র সরকারের বড় পদক্ষেপ, কংগ্রেস পরিবারের তিনটি ট্রাস্টের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি এবং বেআইনিভাবে কাজ চালানোর অভিযোগে তদন্ত শুরু করল স্বরাষ্ট্রমন্ত্রক। এই তিনটি ট্রাস্ট হল রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট এবং রাজীব গান্ধী ফাউন্ডেশন। স্বরাষ্ট্রমন্ত্রক দাবি করে, এই ট্রাস্টগুলি কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন বড়োসড়ো আর্থিক দুর্নীতি করেছে । আয়কর আইন, বিদেশি বিনিয়োগ আইন এবং আর্থিক প্রতারণা আইনের মতো একাধিক স্পর্শকাতর’ আইন ভঙ্গ করে ট্রাস্ট গুলি । তাই তদন্ত করার জন্য উচ্চতর কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির হেড করা হয়েছে ইডির স্পেশাল ডিরেক্টরকে এবং সিবিআই আধিকারিকদের তদন্তে শামিল করা হয়েছে।

যদিও কংগ্রেসের তরফ থেকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। ওই ট্রাস্ট গুলির যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব রয়েছে এবং আইন মেনেই লেনদেন করা হয়েছে বলে দাবি করে কংগ্রেস।

তাছাড়া বিজেপি অভিযোগ করে, ২০০৫-২০০৬ সালে চীনা দূতাবাস থেকে আর্থিক অনুদান পায় রাজীব গান্ধী ফাউন্ডেশন। তার বিনিময় কংগ্রেস সরকার চীনের সঙ্গে ‘রিজিওনাল কম্প্রেহেন্সিভ ইকনোমিক পার্টনারশিপ ‘(RCEP) চুক্তি স্বাক্ষর করে। কংগ্রেস চীনের সঙ্গে ওই চুক্তি স্বাক্ষর করার ফলে ভারতের বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করে বিজেপি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর