রেল বেসরকারীকরণ এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস - Bangla Hunt

রেল বেসরকারীকরণ এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস

By Bangla Hunt Desk - July 07, 2020

বালুরঘাট : কেন্দ্রীয় সরকারের রেলের বেসরকারি করনের নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখালো তৃনমুল কংগ্রেস।আজ দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দুই জায়গায় তৃনমুলের নেতা ও কর্মী সমর্থকেরা এই বিক্ষোভে সামিল হয়।

বালুরঘাট রেল স্টেশন চত্বরে বিকেল ৪ টাতে যখন দলের একাংশের নেতা কর্মীরা কেন্দ্রের এই নীতি অবিলম্বে বাতিল করার দাবিতে বিক্ষোভ ও বক্তব্য রাখছেন। ঠিক তখন বালুরঘাট শহরের অপর প্রান্তে বালুরঘাট থানা মোড়ে একই দাবিতে বালুরঘাট টাউন তৃনমুল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন চলে। দুই জায়গাতেই এই বিক্ষোভে দলের কর্মী সমর্থকেরা ভালই ভীড় জমান।

যদিও বিরোধী দল বিজেপি এই বিক্ষোভ প্রদর্শনকে পাত্তা দিতে নারাজ তাদের দাবি দেশের ভাল মন্দ ভাবনা নিয়েই মসনদে যিনি বসে আছেন সেই নরেন্দ্র দামোদর দাস মোদীর উপর দেশের ১৩০ কোটি লোক ভরসা রেখেছেন। সুতরাং বিধানসভা ভোটের বাজার গরম ও আমফান ও করোনার ব্যার্থতা থেকে বাংলার মানুষের চোখ ঘোড়াতেই তৃনমুল রাস্তায় নেমেছে। মানুষ সব বোঝে ২০২১ এর ভোট বাক্সে তারা এর উচিত জবাব দেবে বলে জেলা বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানান।

তৃণমূল অবশ্য দাবি করছে, সরকারি প্রতিষ্ঠান রেল বেসরকারীকরণ এর ফলে চাকরি ছাঁটাইয়ের সংখ্যা যেমন বাড়বে তেমনি করে নতুন নিয়োগের সংখ্যা কমবে। ফলে দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতী সংখ্যা বাড়বে ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর